ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‌‘ঢাকা লকডাউন’ ঘিরে পথে পথে তল্লাশি, সড়কে নেই গণপরিবহন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১১:২৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ২০ Time View

রাস্তায় তল্লাশি করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তা দেখা গেছে ঢাকার রাস্তায়। বিভিন্ন জায়গায় পথ চলতি মানুষদের তল্লাশি করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সাথে রয়েছে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের টহল। ঢাকার প্রায় কোন সড়কেই সকালে গণপরিবহন দেখা যায়নি।

সকাল সাড়ে সাতটার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, শিয়া মসজিদ, শ্যামলী, ফার্মগটে এলাকায় বৃহস্পতিবার কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি। অল্প সংখ্যক রিকশা এবং সিএনজিচালিত অটোরিক্সা চলতে দেখা গেছে। সড়কগুলোতে সেনাবাহিনী ও পুলিশের টহল দেখা গেছে। কোনো কোনো জায়গায় পথচারী এবং মোটরসাইকেল আরোহীদের থামিয়ে তল্লাশি চালাতে দেখা গেছে।

বিভিন্ন মোড়ে বিএনপি, জামায়াতসহ রাজনৈতিক দলের কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে ছাত্রছাত্রীর উপস্থিতি ছিল না বললেই চলে। অনেক স্কুল-কলেজে বুধবার রাতে নোটিশ দিয়ে ক্লাশ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে। মামলার আসামিদের মধ্যে শেখ হাসিনা ছাড়া রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

একইদিন পুরো দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করতে অনলাইনে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ডেকেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি শুরু হবার অন্তত তিনদিন আগে থেকে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে রাজধানী ঢাকা ও এর আশেপাশে বাসে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন দেয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে ময়মনসিংহে একজন বাসচালক নিহত ও দুইজন যাত্রী দগ্ধ হয়েছেন। এসব ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে, দলটির নেতা-কর্মীদের বের করা ঝটিকা মিছিল থেকে অনেককে গ্রেফতারও করা হয়েছে।

নিরাপত্তা জোরদার করতে বড় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন সড়কে রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতি ও অবস্থান নেয়ার দৃশ্য ছিল চোখে পড়ার মতো।

এদিকে রাজধানীর কমলাপুরসহ মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত পাঁচটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য জানান।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুসারে, দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর মিরপুর ১২ নম্বর ডিওএইচএসের সামনে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। তবে এর আগেই বাসটি পুড়ে যায়।

রাত পৌনে তিনটার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সামনে থেমে থাকা একটি হিউম্যান হলার-লেগুনায় আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভায়। রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইলে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটিতে কেউ ছিলেন না। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভায়।রাত সাড়ে তিনটার পর মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে থেমে থাকা ট্রাকে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোর পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে পিকআপটি পুড়ে যায়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েক দিন ধরে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

‌‘ঢাকা লকডাউন’ ঘিরে পথে পথে তল্লাশি, সড়কে নেই গণপরিবহন

নিজস্ব প্রতিবেদক
Update Time : ১১:২৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তা দেখা গেছে ঢাকার রাস্তায়। বিভিন্ন জায়গায় পথ চলতি মানুষদের তল্লাশি করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সাথে রয়েছে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের টহল। ঢাকার প্রায় কোন সড়কেই সকালে গণপরিবহন দেখা যায়নি।

সকাল সাড়ে সাতটার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, শিয়া মসজিদ, শ্যামলী, ফার্মগটে এলাকায় বৃহস্পতিবার কোনো গণপরিবহন চলতে দেখা যায়নি। অল্প সংখ্যক রিকশা এবং সিএনজিচালিত অটোরিক্সা চলতে দেখা গেছে। সড়কগুলোতে সেনাবাহিনী ও পুলিশের টহল দেখা গেছে। কোনো কোনো জায়গায় পথচারী এবং মোটরসাইকেল আরোহীদের থামিয়ে তল্লাশি চালাতে দেখা গেছে।

বিভিন্ন মোড়ে বিএনপি, জামায়াতসহ রাজনৈতিক দলের কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে ছাত্রছাত্রীর উপস্থিতি ছিল না বললেই চলে। অনেক স্কুল-কলেজে বুধবার রাতে নোটিশ দিয়ে ক্লাশ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করার কথা রয়েছে। মামলার আসামিদের মধ্যে শেখ হাসিনা ছাড়া রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

একইদিন পুরো দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করতে অনলাইনে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ডেকেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। ঘোষিত কর্মসূচি শুরু হবার অন্তত তিনদিন আগে থেকে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে রাজধানী ঢাকা ও এর আশেপাশে বাসে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন দেয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এতে ময়মনসিংহে একজন বাসচালক নিহত ও দুইজন যাত্রী দগ্ধ হয়েছেন। এসব ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে, দলটির নেতা-কর্মীদের বের করা ঝটিকা মিছিল থেকে অনেককে গ্রেফতারও করা হয়েছে।

নিরাপত্তা জোরদার করতে বড় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন সড়কে রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতি ও অবস্থান নেয়ার দৃশ্য ছিল চোখে পড়ার মতো।

এদিকে রাজধানীর কমলাপুরসহ মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত পাঁচটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য জানান।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুসারে, দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর মিরপুর ১২ নম্বর ডিওএইচএসের সামনে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। তবে এর আগেই বাসটি পুড়ে যায়।

রাত পৌনে তিনটার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের সামনে থেমে থাকা একটি হিউম্যান হলার-লেগুনায় আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভায়। রাত আড়াইটার দিকে টাঙ্গাইলের রাওয়াইলে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটিতে কেউ ছিলেন না। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভায়।রাত সাড়ে তিনটার পর মুন্সিগঞ্জের গজারিয়ায় একটি পেপার মিলের সামনে থেমে থাকা ট্রাকে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোর পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে থেমে থাকা একটি পিকআপে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে পিকআপটি পুড়ে যায়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েক দিন ধরে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।