ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কালীগঞ্জে ঈদ পূর্নমিলনী ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পঞ্চগড়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ব্যাপক কাযক্রম গ্রহণ রংপুরে তিস্তা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার যৌথবাহিনীর হাতে রসিক কাউন্সিলর গ্রেফতার লোহাগাড়া সড়ক দূর্ঘটনা ট্রাজেডি: মৃত্যুর মিছিলে যুক্ত হল আরও ৩জন লোহাগাড়ায় থামছেইনা মহাসড়কের মৃত্যুর মিছিল, দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-৫ আহত ৯ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রংপুরে ১২০ পরিবারে ঈদ পালন লঞ্চ থেকে আবর্জনা নদীতে ফেললে নেয়া হবে ব্যবস্থা রংপুরে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে আটটায় বরগুনায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন ভাই নিহত

ঢাকা রিজেন্সি-তে ভালোবাসা দিবসের জমকালো আয়োজন

লাইফস্টাইল ডেস্ক
  • Update Time : ০৪:৫৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ২৩৮ Time View

ঋতুরাজ বসন্তের আগমনীর সাথে সাথে সারাদেশে নানা আয়োজনে পালিত হয় একইসাথে ফাল্গুন উৎসব এবং তার সঙ্গে মিলে একাকার ভালোবাসা দিবসের আয়োজনও। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ও কিন্তু এক্ষেত্রে পিছিয়ে নেই!

১৪ ফেব্রুয়ারি ২০২৪ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে“ভ্যালেন্টাইন অন দ্য স্কাইলাইন”; যেখানে গিটার আর মিষ্টি সুরের মূর্ছনায় সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা।

বিশেষ দিবসের জাঁকজমক এই আয়োজনে সিগনেচার রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট‘গ্রিল অন দ্য স্কাইলাইন”-এ কাপলদের জন্য থাকবে রোম্যান্টিক ক্যান্ডেল লাইট বুফে ডিনারের ব্যবস্থা যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯৯৯ টাকা ; এছাড়াও এই আয়োজনে আকর্ষণ হিসেবে আরও থাকছে কাপলদের স্বাগত জানাতে ভ্যালেন্টাইন স্পেশাল ড্রিংক ও হার্টশেপ স্পেশাল কেক,তারই সাথে মোমবাতির হালকা স্নিগ্ধ হলদে আভায় জনপ্রিয় সংগীত শিল্পীর লাইভ মিউজিক উপভোগ করার সুযোগ।

ভালোবাসার এই দিনটিকে স্মরণীয় করতে এবং আকর্ষণীয় করতে ছবি তোলার সজ্জিত ফটোবুথ ছাড়াও থাকছে ৩৬০ ডিগ্রী ফটোবুথ। এছাড়াও থাকছে সেরা কাপলের জন্য রিওয়ার্ড হিসেবে আকর্ষণীয় পুরুস্কার !!
অন্যদিকে , ঢাকা রিজেন্সি-র জনপ্রিয় রেস্টুরেন্ট গ্রান্ডিওস অফার করছে বুফে ডিনার মাত্র ৫৯৯৯ টাকায়, সাথে সিলেক্টিভ কার্ড হোল্ডার, ঢাকা রিজেন্সি ফ্যান গ্রূপ মেম্বার এবং ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাবমেম্বারদের জন্ যথাকছে বাই ওয়ান গেট্ ওয়ান ফ্রি।
যারা শহরের ব্যস্ততম জীবন থেকে একটু সময় বের করে নিরিবিলিতে কিছু সুন্দর স্মরণীয় মুহূর্ত একান্তে কাটাতে চান তার প্রিয় মানুষের সাথে তাদের জন্য ঢাকা রিজেন্সি অফার করছে আকর্ষণীয় দুর্দান্ত রুম প্যাকেজ মাত্র ১৪০১৪ টাকায় , সাথে থাকছে ব্যুফে ব্রেকফাস্ট ও ব্যুফে ডিনার!

Please Share This Post in Your Social Media

ঢাকা রিজেন্সি-তে ভালোবাসা দিবসের জমকালো আয়োজন

লাইফস্টাইল ডেস্ক
Update Time : ০৪:৫৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪

ঋতুরাজ বসন্তের আগমনীর সাথে সাথে সারাদেশে নানা আয়োজনে পালিত হয় একইসাথে ফাল্গুন উৎসব এবং তার সঙ্গে মিলে একাকার ভালোবাসা দিবসের আয়োজনও। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট ও কিন্তু এক্ষেত্রে পিছিয়ে নেই!

১৪ ফেব্রুয়ারি ২০২৪ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে“ভ্যালেন্টাইন অন দ্য স্কাইলাইন”; যেখানে গিটার আর মিষ্টি সুরের মূর্ছনায় সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা।

বিশেষ দিবসের জাঁকজমক এই আয়োজনে সিগনেচার রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট‘গ্রিল অন দ্য স্কাইলাইন”-এ কাপলদের জন্য থাকবে রোম্যান্টিক ক্যান্ডেল লাইট বুফে ডিনারের ব্যবস্থা যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯৯৯ টাকা ; এছাড়াও এই আয়োজনে আকর্ষণ হিসেবে আরও থাকছে কাপলদের স্বাগত জানাতে ভ্যালেন্টাইন স্পেশাল ড্রিংক ও হার্টশেপ স্পেশাল কেক,তারই সাথে মোমবাতির হালকা স্নিগ্ধ হলদে আভায় জনপ্রিয় সংগীত শিল্পীর লাইভ মিউজিক উপভোগ করার সুযোগ।

ভালোবাসার এই দিনটিকে স্মরণীয় করতে এবং আকর্ষণীয় করতে ছবি তোলার সজ্জিত ফটোবুথ ছাড়াও থাকছে ৩৬০ ডিগ্রী ফটোবুথ। এছাড়াও থাকছে সেরা কাপলের জন্য রিওয়ার্ড হিসেবে আকর্ষণীয় পুরুস্কার !!
অন্যদিকে , ঢাকা রিজেন্সি-র জনপ্রিয় রেস্টুরেন্ট গ্রান্ডিওস অফার করছে বুফে ডিনার মাত্র ৫৯৯৯ টাকায়, সাথে সিলেক্টিভ কার্ড হোল্ডার, ঢাকা রিজেন্সি ফ্যান গ্রূপ মেম্বার এবং ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাবমেম্বারদের জন্ যথাকছে বাই ওয়ান গেট্ ওয়ান ফ্রি।
যারা শহরের ব্যস্ততম জীবন থেকে একটু সময় বের করে নিরিবিলিতে কিছু সুন্দর স্মরণীয় মুহূর্ত একান্তে কাটাতে চান তার প্রিয় মানুষের সাথে তাদের জন্য ঢাকা রিজেন্সি অফার করছে আকর্ষণীয় দুর্দান্ত রুম প্যাকেজ মাত্র ১৪০১৪ টাকায় , সাথে থাকছে ব্যুফে ব্রেকফাস্ট ও ব্যুফে ডিনার!