দেশি-বিদেশি নানা খাবারের সমাহার
ঢাকা রিজেন্সির রুফটপে জমে উঠেছে ‘বার-বি-কিউ ফিয়েস্তা’
- Update Time : ১১:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ১২ Time View
শীতের হালকা পরশে জমে উঠতে চলেছে ঢাকার অন্যতম জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দ্য স্কাইলাইন’। প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলবে ‘বার-বি-কিউ ফিয়েস্তা’।

এই আয়োজনের মাধ্যমে অতিথিরা উপভোগ করতে পারবেন বহু রকমের বিশেষ বার-বি-কিউ প্ল্যাটার, যেখানে থাকবে দেশি-বিদেশি নানা স্বাদের মাংস, সামুদ্রিক খাবার ও বিশেষভাবে প্রস্তুত করা সিগনেচার ডিশ। প্রতিটি পদে থাকবে ধোঁয়াটে ঘ্রাণ ও মসলার নিখুঁত মেলবন্ধন, যা দেবে রসনা তৃপ্তির এক অনন্য অভিজ্ঞতা। এছাড়া, প্রতি উইকেন্ডে থাকবে লাইভ মিউজিক পারফরম্যান্স, যা উৎসবের আমেজকে করবে আরও প্রাণবন্ত।
সুরের মূর্ছনায়, তারাভরা আকাশের নিচে আর স্মোকি গ্রিলের গন্ধে মিশে যাবে আনন্দের উষ্ণতা; এমন এক সন্ধ্যা, যা স্মরণীয় হয়ে থাকবে প্রতিটি অতিথির জন্য।

শীতের সন্ধ্যা, সুরের ছোঁয়া আর স্মোকি বার-বি-কিউ-এর স্বাদ- সব একসঙ্গে পেতে চলে আসুন ঢাকা রিজেন্সির ‘গ্রিল অন দ্য স্কাইলাইন’-এ।
রিজার্ভেশনের জন্য বিস্তারিত জানা যাবে 01713332661 নম্বরে ফোন করে। অথবা https://www.facebook.com/share/19oiSsXChc/ এই ওয়েবসাইটে ভিজিট করেও জানা যাবে বিস্তারিত তথ্য।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়












































































































































































































