ঢাকা রিজেন্সিতে ক্রিসমাস উদযাপনে দারুণ সব অফার
- Update Time : ১০:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- / ১২ Time View
শীতের উৎসবের উচ্ছ্বাসকে আরও মনোমুগ্ধকর করে তুলতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে আকর্ষণীয় ও এক্সক্লুসিভ ক্রিসমাস ডাইনিং অফার। প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া আর স্মৃতিময় মুহূর্ত তৈরি করার জন্য থাকছে চমকপ্রদ ডাইনিং আয়োজন।
শহরের সবচেয়ে মনোরম রুফটপ গ্রিল অন দ্য স্কাইলাইনে থাকছে দারুণ এক আয়োজন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে উপভোগ করার জন্য মুখরোচক বার-বি-কিউ ডিনার প্ল্যাটার, ৪ জনের জন্য মাত্র ৯৯৯৯ টাকা । খোলা আকাশের নিচে মনোরম পরিবেশে হাসি-আনন্দ আর উৎসবের রঙিন মুহূর্ত,সব মিলিয়ে এই অভিজ্ঞতা হবে সত্যিই স্মরণীয়।
অন্যদিকে, যারা ইনডোরে রাজকীয় ভোজে অংশ নিতে চান, তাদের জন্য রয়েছে ঢাকা রিজেন্সির স্বনামধন্য গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে এ আকর্ষণীয় “ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি” ব্যুফে ডিনার ৪ জনের জন্য মাত্র ১১১১১ টাকায়। বিভিন্ন আন্তর্জাতিক ও ফেস্টিভ ফ্লেভারের সমৃদ্ধ এই ব্যুফেতে প্রতিটি ডিশেই রয়েছে রুচিশীল প্রস্তুতি ও সুস্বাদের বিশেষ ছোঁয়া।
শুধু তাই নয়, ক্রিসমাসের আনন্দের সঙ্গে ঢাকা রিজেন্সি প্রস্তুত করছে নিউ ইয়ার ইভকে ঘিরে আরও অনেক চমকপ্রদ অফার ও জমকালো আয়োজন, যা নতুন বছরকে করে তুলবে আরও রঙিন, আনন্দময় ও স্মরণীয়।
































































































































































































