ঢাকা মহানগর উত্তর বিএনপি’র নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানালেন ড.এম এ কাইয়ুম

- Update Time : ০৮:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / ১২১ Time View
রাজধানীর বাড্ডা, ভাটারা, রামপুরা, গুলশান ও বনানী থানার নেতৃবৃন্দকে মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও মহানগর উত্তর বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম শুভেচ্ছা জানান।
বাডডা থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক মো: আব্দুল কাদের বাবু’র সভাপতিত্বে ও বাডডা থানা বিএনপি’র প্রথম যুগ্ম-আহবায়ক এমদাদুল হক এমদাদের সঞ্চালনায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় স্বদেশ বিল্ডিং (তাহের টাওয়ারের লিফ্টের ৭ম তলায়) গুলশান-২ এ শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. এম এ কাইয়ুম বলেন, আজ যারা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন তারা প্রত্যেকেই আমাদের নেতা তারেক রহমানের রাজনৈতিক আদর্শের প্রতীক। আপনারা অবশ্যই তার নীতি আদর্শ অনুসরণ করে কার্যক্রম চালিয়ে যাবেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করবেন এমন প্রত্যাশা সকলের প্রতি।
তিনি বলেন, অবশ্যই একজন নিবেদিত কর্মীকে তার অবদানের মূল্যায়ন করা হবে। কোন অপতৎপরতায় তাদের প্রকৃত অবদান থেকে তাদের বঞ্চিত করা যাবে না।
তিনি আরো বলেন, প্রত্যেকের প্রতি অনুরোধ নব্য আওয়ামী লীগের প্রতি সজাগ থাকতে হবে।এমন লোকজনকে যেন কোন ভাবে দলে ভিড়ানো না হয়।
এসময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক।
আব্দুল কাদের বাবু বাড্ডা থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক তার বক্তব্যে বলেন, আজকে যাদেরকে এখানে পরিচিত করে দেওয়া হয়েছে তাদের নতুন করে পরিচিত করে দেওয়ার মতো কিছু নেই। বিগত সময়ে দলের জন্য তাদের ত্যাগ তিথীক্ষার কথা বলতে গেলে তা শেষ হবে না। তারা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন বলেই আমাদের আন্দোলন সর্বসময় সফল হয়েছে। এমন ত্যাগী কর্মীদের মূল্যায়ন করা হবে।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবর রহমান, নবনির্বাচিত কমিটির যুগ্ম সম্পাদক তহিরুল ইসলাম (তুহিন) ও আতাউর রহমান, সদস্য মাহবুবুল আলম শাহিন ও আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর মোল্লা, রামপুরা থানা যুবদলের সোহেল রানা, মোঃ ফারুক হোসেন ভূঁইয়া।
নওরোজ/এসএইচ