ঢাকা জেলার শ্রেষ্ঠ এস আই হিসেবে সম্মাননা স্মারক পেলেন ইমরান উকিল

- Update Time : ০৯:৫১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
- / ১৮৯ Time View
ডিসেম্বর ২০২৩ ঢাকা জেলার কেরানীগঞ্জ দক্ষিণ থানার এস,আই মো,ইমরান উকিল ঢাকা জেলার শ্রেষ্ঠ এস,আই হিসেবে পুরস্কৃত হয়েছেন।
ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান, (পিপিএম বার), গত ২৫ জানুয়ারী সকাল ১০ ঘটিকায় ঢাকা পুলিশ লাইন্স, মিলব্যারাক কনফারেন্স হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এস,আই মো, ইমরান উকিলের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।
উক্ত সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপ্স আমিনুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার,ডিএসবি মোঃ সাজেদুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার গোয়েন্দা শাখা,জনাব মোবাশশিরা হাবিব খান,পিপিএম মোঃ শাহাবুদ্দিন কবীর, বিপিএম,অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল।
বাংলাদেশ পুলিশ বাহিনী প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পুলিশ নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ডাকাতির ও অপহরণ বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে। বাংলাদেশ পুলিশ।
উল্লেখ্য এস,আই ইমরান উকিল ডিসেম্বর ২০২৩ এ ঢাকা জেলার অন্তর্গত ৭ টি থানার ভিতরে সর্বাধিকসংখ্যক সাজার পরোয়ানাভুক্ত আসামী,জিআর ও সি,আর সহ সর্বাধিক সংখ্যক পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়। এই কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা জেলার শ্রেষ্ঠ এস,আই হিসেবে সম্মাননা স্মারক পেলেন কেরানীগঞ্জ দক্ষিন থানার এসআই মো, ইমরান উকিল।