ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকার আকাশে মেঘ, সারা দেশে তাপমাত্রা কিছুটা কমবে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ১০:২২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / ২৩৪ Time View

রাজধানী ঢাকার আকাশে আজ সকাল থেকেই সূর্যের দেখা নেই। হালকা জমাট মেঘে ছেয়ে আছে আকাশ, যা দুপুর পর্যন্ত এমনই থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সারা দেশেই আজ তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকাল ৭টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। আজ সূর্যাস্ত হবে বিকাল ৫টা ১৬ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৮ মিনিটে।

এদিকে দেশের অন্যান্য অঞ্চলের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

ঢাকার আকাশে মেঘ, সারা দেশে তাপমাত্রা কিছুটা কমবে

নিজস্ব প্রতিবেদক
Update Time : ১০:২২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

রাজধানী ঢাকার আকাশে আজ সকাল থেকেই সূর্যের দেখা নেই। হালকা জমাট মেঘে ছেয়ে আছে আকাশ, যা দুপুর পর্যন্ত এমনই থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সারা দেশেই আজ তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকাল ৭টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। আজ সূর্যাস্ত হবে বিকাল ৫টা ১৬ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৮ মিনিটে।

এদিকে দেশের অন্যান্য অঞ্চলের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।