ব্রেকিং নিউজঃ
ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নওরোজ ডেস্ক
- Update Time : ১২:৩৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ৪৭ Time View
ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম।
বুধবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মোহাম্মদপুর মডেলে (মোহাম্মদপুরে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করেছে) পুরো শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা হবে। কোনো চাঁদাবাজের ছাড় নেই। কোনো অপরাধীর ছাড় নেই, সে যত প্রভাবশালীই হোক।
তিনি বলেন, রাস্তায় কোনো ধরনের দোকানপাট বসতে দেওয়া হবে না। তবে ফুটপাতে দোকানপাট স্থাপনের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।
নওরোজ/এসএইচ