ঢাকায় বিক্ষোভের অনুমতি চেয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

- Update Time : ০৬:২০:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ১৬৭ Time View
২২ আগস্ট ঢাকা মহানগর দক্ষিণে থানা পর্যায়ে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে অনুমতি চেয়েছে বিএনপি।
সোমবার (২১ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে ডিএমপিতে এ চিঠি দেওয়া হয়।
ঢাকা দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টুর সই করা চিঠিতে বলা হয়, ‘মঙ্গলবার (২২ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দক্ষিণের ২৪টি থানা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে একই দিন বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং অন্যান্য এলাকায় স্থানীয়ভাবে বিএনপি নেতাকর্মীরা মিছিল কর্মসূচি পালন করবেন।’
চিঠিতে আরও বলা হয়, ‘মিছিল কর্মসূচির অনুমতিসহ নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিনকে গ্রেফতারের প্রতিবাদে রোববার (২০ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।