ঢাকাবাসীর জন্য শীত নিয়ে দুঃসংবাদ

- Update Time : ০৫:৫৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
- / ১৪৩ Time View
কুয়াশার কারণে রাজধানী ঢাকা এবং আশপাশের অঞ্চলে আজ সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে এসব অঞ্চলে দিনের বেলায়ও শীতের অনুভূতি থাকবে এবং রাতে শীতের অনুভূতি আরও বাড়বে।
বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান সংবাদমাধ্যকে এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার দেশের অধিকাংশ জায়গায়ই ঘন কুয়াশা পড়েছে। ঢাকায় কুয়াশার ঘনত্ব গতকালের তুলনায় অনেকটাই বেশি। দিনভর এমন অবস্থা বজায় থাকবে। দুপুরের পর স্বল্প সময়ের জন্য সূর্যের দেখা মিলতে পারে। তবে সেটি ঠান্ডার অনুভূতি কমাতে তেমন সহায়ক হবে না।
হাফিজুর রহমান জানান, কুয়াশার ঘনত্ব অনেকটা বেড়ে যাওয়ায় দিনের বেলায়ও শীতের অনুভূতি বেড়েছে। তবে দিনে তীব্র শীতের অনুভূতি আগামী ২-৩ দিনের মধ্যে কমে আসবে। যদিও জানুয়ারিজুড়েই শীত থাকবে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে সকাল ৭টায় প্রকাশিত পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে ভোর থেকে হালকা ও মাঝারি ধরনের কুয়াশা পড়েছে। যে কারণে দিনে শীতের অনুভূতি বজায় থাকবে।