ড. কামরুল ইসলাম ছিলেন আপাদমস্তকে একজন নিবেদিত প্রাণ গবেষক

- Update Time : ০৩:৫৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
- / ৮২ Time View
বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিজ্ঞানী ড. কামরুল ইসলাম ছিলেন আপাদমস্তকে একজন নিবেদিতপ্রাণ গবেষক। তিনি তুলার মান উন্নয়নে ও উদ্ভাবনী কাজে যেমন নিবেদিত ছিলেন, তেমনি মানুষ হিসেবেও ছিলেন সজ্জন।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ীতে অবস্থিত তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে মরহুম কৃষিবিদ ড. কামরুল ইসলামের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তাগণ এসব কথা বলেন। শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফখরে আলম ইবনে তাবিবের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাকির হোসেন, বারডেম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দিন আহমদ, মরহুমের ভাই লেফটেন্যান্ট কর্নেল (অব.) তৌহিদুল ইসলাম বাদল ও স্ত্রী বিশিষ্ট ব্যাংকার দিনা খুরশীদ প্রমুখ।
এদিকে ড. কামরুল ইসলামের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায় অবস্থিত জগতপুর আদর্শ শিশু শিক্ষা নিকেতনের এক অনুষ্ঠানে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং তার কবর জিয়ারত করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০১৮ সালে কোটা সংস্কার রিটকারীদের নেতা আলোচিত সাংবাদিক মোহাম্মদ আবদুল অদুদ। বিশেষ অতিথি ছিলেন জেআরডি কনস্ট্রাকশনের এমডি মো. জসিম উদ্দিন।
নওরোজ/এসএইচ