ড. ইউনূসের সঙ্গে ছবি তুললেন পিটার হাস

- Update Time : ০৫:১৭:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
- / ১২২ Time View
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েই সবার মধ্যমণি হয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের এক ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিরল বৈঠকও করেছেন শান্তিতে নোবেলজয়ী এ অর্থনীতিবিদ, যেখানে বাংলাদেশ সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন বাইডেন।
গতকাল নিউইয়র্কের ম্যানহাটনে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নেন ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে স্বৈরাচার সরকারের সময়ের ভয়াবহতাও তুলে ধরেন তিনি।
সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তোলার হিড়িক পড়ে যায় উপস্থিত সুধী এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এ সময় তার সঙ্গে ছবি তোলার জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন। যার মধ্যে ছিলেন পিটার হাসও।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, ড. ইউনূসকে আলিঙ্গন করে হাসিমুখে ছবি তুলছেন পিটার হাস। এ সময় দুজনকে হাস্যজ্জ্ব্যোল ছবি তুলতেও দেখা যায়।
এর আগে গতকাল জাতিসংঘ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিরল বৈঠকও করেছেন ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে বাংলাদেশ সরকারের প্রতি মার্কিন সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান বাইডেন।
এ ছাড়া গতকাল ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডারস স্টেজ’ অনুষ্ঠানেও স্বৈরাচারের বিরুদ্ধে কীভাবে ছাত্র-জনতা সাহস নিয়ে বুক পেতে দাঁড়িয়েছে, সেই ঘটনা পুরো বিশ্বের কাছে তুলে ধরেছেন। নিউইয়র্কে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
নওরোজ/এসএইচ