মেক্সিকো
ডিসকাউন্ট অফারে দোকানে হুড়োহুড়ি, আগুনে নিহত ২৩
- Update Time : ০১:২৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ২৮ Time View
মেক্সিকোর উত্তরপশ্চিমে সোনোরা রাজ্যের এরমোসিয়ো শহরের কেন্দ্রে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জন নিহত ও ডজনখানেক আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
উৎসবের ছুটির সপ্তাহান্তে এমন ঘটনা মেক্সিকোর ওই অঞ্চলের মানুষের আনন্দকে শোকে পরিণত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মেক্সিকো এদিন রঙ-বেরঙের পোশাক ও উৎসবমুখর পরিবেশে ‘মৃতদের দিন’ উদ্যাপন করছিল; বিশেষ এ দিনে দেশটির মানুষ তাদের পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণ করে, শ্রদ্ধা জানায়।
তার মধ্যেই এরমোসিয়োতে পণ্য বিক্রিতে ছাড় ঘোষণা করা একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
“আমি দুর্ঘটনার কারণ বের করতে বিস্তৃত ও স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছি,” নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে জানিয়ে সোশাল মিডিয়ায় দেওয়া এক ভিডিও পোস্টে বলেছেন সোনোরার গভর্নর আলফোনসো দুরাসো।
বিষাক্ত ধোঁয়া শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করায় বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে বলেছেন রাজ্যটির অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস। অগ্নিকাণ্ডে দোকানটির বাইরে থাকা কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ছবিতে দেখা যাচ্ছে।
নিহতের ঘটনায় শোক ও পরিবারের সদস্যদের সঙ্গে সহমর্মিতা জানিয়ে প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বলেছেন, নিহতদের পরিবার ও আহতদের সহযোগিতা নিশ্চিতে সহায়তাকারী দল পাঠাতে নির্দেশ দিয়েছেন তিনি।
সোনোরার রেড ক্রস বলেছে, অগ্নিকাণ্ডের পর তাদের ৪০ কর্মী ও ১০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে কাজ করেছে। আগুন নেভানো গেলেও এখন পর্যন্ত দুর্ঘটনাটির কারণ স্পষ্ট হওয়া যায়নি। কিছু কিছু গণমাধ্যম এ ঘটনার জন্য ‘বৈদ্যুতিক ত্রুটিকে’ দায়ী করছে।
জনপ্রিয় ডিস্কাউন্ট চেইন ওয়ালডো’র ওই দোকানটি কোনো হামলার নিশানা ছিল না বলে নিশ্চিত করেছেন শহরের কর্মকর্তারা।
বিস্ফোরণের কোনো ঘটনা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এরমোসিয়োর দমকল বাহিনীর প্রধান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়












































































































