জ্বালানি উপদেষ্টা
ডিপ্লোমা-বিএসসি সংকট সমাধানে সরকার কাজ করছে
- Update Time : ০৬:০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / ৩৯৪ Time View
ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের আন্দোলন নিয়ে সরকার গুরুত্ব সহকারে কাজ করছে। এ বিষয়ে ছয় সদস্যের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
জ্বালানি উপদেষ্টা বলেন, ‘কীভাবে কাজ করবো সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্দোলনকারী, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অভিভাবক, নিয়োগকারী সংস্থার প্রধানদের সঙ্গেও আলোচনা করা হবে। একপক্ষের তিন দফা, অন্যপক্ষের সাত দফা দাবি রয়েছে। আগে সেগুলো শুনতে ও বুঝতে হবে। নিরপেক্ষ থেকে কোনও পক্ষপাত না করে ন্যায্য সমাধানের চেষ্টা করা হবে।’
প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে
তিনি বলেন, ‘সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। এখন আন্দোলন করে কোনও লাভ নেই। সরকারের অনুরোধে আন্দোলনকারীরা শাহবাগ থেকে ক্যাম্পাসে ফিরে গেছেন, এজন্য তাদের ধন্যবাদ জানাই।’
আরও পড়ুন: ডাকসু নির্বাচনে ছাত্রদলের ঘোষিত ১০ দফা ইশতেহারে যা রয়েছে
তিনি আরও বলেন, ‘আমাদের একটু সময় দিতে হবে। দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে। আমরা চাই একটি সেতু নির্মাণ করতে, যেন উভয় পক্ষ এক জায়গায় আসতে পারে। এমন সমাধান করতে চাই যাতে দুপক্ষই লাভবান হয়।’
শাটডাউন প্রসঙ্গে তিনি বলেন, এটি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও সংস্থা প্রধানদের দায়িত্ব।






























































































































































































