ডিএসইসির যুগ্ম সাধারণ সম্পাদক মনির জারিফকে নাঙ্গলকোট প্রেসক্লাবে সংবর্ধনা

- Update Time : ০৮:৫৭:২০ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- / ৪৩ Time View
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের(ডিএসইসি) যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ পত্রিকার সাব-এডিটর এবং জাতীয় প্রেসক্লাব সদস্য মনির আহম্মদ জারিফকে বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা নাঙ্গলকোট প্রেসক্লাব কার্যালয়ে সংবর্ধনা প্রদান করেন প্রেসক্লাব পরিবার।
সাংবাদিক নেতা মনির আহম্মদ জারিফ নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের হানগড়া গ্রামের কৃতি সন্তান। এ সময় তিনি নাঙ্গলকোট প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে মতবিনিময় করেন। নাঙ্গলকোট প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মাঈন উদ্দিন দুলালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা সাব এডিটরস কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় প্রেসক্লাব সদস্য মনির আহম্মদ জারিফ।
সভায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, সাংবাদিক আফজাল হোসাইন মিয়াজী, প্রকৌশলী টিপু সুলতান।
এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব দপ্তর সম্পাদক ইমরান হোসেন সোহান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাপ্পি মজুমদার ইউনুস, সদস্য প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, মাস্টার সোহরাব হোসেন, সাইফুল ইসলাম প্রমূখ।
নওরোজ/এসএইচ