ডিএমপিতে শ্রেষ্ঠ এসআইয়ের সম্মাননা পেলেন মোস্তাফিজার

- Update Time : ০৭:৩১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- / ৫৬৫ Time View
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের শ্রেষ্ঠ এসআইয়ের সম্মাননা পেলেন যাত্রাবাড়ী থানার এসআই মো. মোস্তাফিজার রহমান।
গত আগস্ট মাসের কাজের মূল্যায়নের ভিত্তিতে এ সম্মাননা পেলেন তিনি। গতকাল বুধবার সকালে ডিএমপির ওয়ারী বিভাগের উপ কমিশনার জিয়াউল আহসান তালুকদার এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসআই মোস্তাফিজার রাহমান বলেন, সিনিয়র অফিসারদের সার্বিক নির্দেশনায় ও টিমের সকলের সহায়তায় প্রতিনিয়ত মানবকল্যাণে কাজ করে যাচ্ছি।
সামনে আরো ভালো কাজের মাধ্যমে মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই। আর এই সম্মাননা আমার কাজে আরো উৎসাহ যোগাবে। এজন্য আমার সকল স্যার এবং সহকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই।
এর আগে চলতি বছরে ডিএমপির ৫০ থানার মধ্যে মার্চ ও মে মাসে দুইবার ভিকটিম উদ্ধারের শ্রেষ্ট এসআই হিসেবে নির্বাচিত হন মোস্তাফিজার এবং ডিএমপি কমিশনারের পক্ষ থেকে সম্মাননা পান।