ডিএনসিসির ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত
- Update Time : ১১:৩০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / ১৪ Time View
রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একটি ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা হলেন—ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৫)। ইরাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও অপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
গতকাল বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা তাদের বন্ধু তাওসিফ জানিয়েছেন, ইরাম ও অপু দুই বন্ধু একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে ডেমরার কোনাপাড়া এলাকায় পৌঁছালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
তাওসিফ জানান, সিয়াম নামে তাদের এলাকার এক বড় ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলেন তাওসিফসহ কয়েকজন বন্ধু। পরে অনুষ্ঠান শেষে ফেরার পথে ডেমরার ধার্মিক পাড়া মিনি কক্সবাজার রোডে বন্ধুরা মিলে চা খাচ্ছিলেন। হঠাৎ তাহসিন তপু ও ইরাম হৃদয় মোটরসাইকেলযোগে কিছুদূর যেতেই দুর্ঘটনার শব্দ পাই। তখন বন্ধুরা এগিয়ে দেখে ডিএসসিসির গাড়ির নিচে মোটরসাইকেল এবং আরোহী দুজন ছিটকে পড়ে আছে। পরে দ্রুত তাদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে প্রথমে অপু ও তার কিছুক্ষণ পর ইরামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতের বন্ধুদের অভিযোগ, তারা ওই এলাকার বাসিন্দা। আর মিনি কক্সবাজার রোডে চলাচল করা ডিএসসিসির ময়লার গাড়ির অধিকাংশ চালকরাই মাদকাসক্ত। আর মাদক সেবনরত অবস্থায় চালকরা রাতে বেপরোয়া গতিতে গাড়ি চালায়। কোনো নিয়ম-নীতির তোয়াক্কাও করে না ময়লার গাড়ির চালকেরা।
নিহত দুই শিক্ষার্থী ডেমরা থানাধীন চিটাগাং রোড এলাকায় থাকতেন। এ ঘটনায় ঘাতক গাড়িটি (ঢাকা মেট্রো-শ-১৪০৫৭৪) আটক করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুজনের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।



















































































































































































