১০ হাজার কোটি টাকার মানহানি মামলা
ডা.মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ

- Update Time : ১০:২৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ৩৪ Time View
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৯ জুন তাকে ও উপস্থাপক নাহিদ হেলালকে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়।
শনিবার (২৪ মে) বিকালে এ আদেশ দেন জামালপুর জেলা জজ আদালতের সরিষাবাড়ী আমলি আদালতের বিচারক রোকসানা পারভীন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তারেক কন্যা জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে দায়ের করা ১০ হাজার কোটি টাকার মানহানি মামলায় তাকে ও নাহিদ হেলালকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাড. মনিরুজ্জামান।
মামলার বাদী সাবেক ছাত্রদল নেতা ও জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহসভাপতি লায়ন মো. রুমেল সরকার বলেন, আমি প্রত্যাশা করি আদালত ওইদিন পুলিশকে আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেবেন। মুরাদকে দ্রুত গ্রেপ্তার করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাই।
এর আগে গত ১০ সেপ্টেম্বর জামালপুর জেলা জজ আদালতে দুজনকে আসামি করে মামলা দায়ের করেন বাদী রুমেল সরকার।
২০২১ সালে পানসিয়ানা নামে একটি ইউটিউব চ্যানেলে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
এ ধরনের মন্তব্য করায় ১০ হাজার কোটি টাকার অধিক ক্ষতি হয়েছে ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। পানসিয়ানা ইউটিউব চ্যানেলের উপস্থাপক নাহিদ হেলালকে মামলায় দুই নম্বর আসামি করা হয়।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী জামালপুর-৪ আসনের সাবেক এমপি ডা. মুরাদ হাসান বিভিন্ন সময় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এতে ১০ হাজার কোটি টাকার মানহানি হয়েছে।
২০২১ সালে পানসীয়ানা নামে একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।
সাক্ষাৎকারে ডা. মুরাদ হাসান বলেন, ‘ঐ জাইমা রহমানের মত একটা লুচ্চা, প্রতিরাতে কৃষ্ণাঙ্গদের সাথে না ঘুমালে যার ঘুম হয় না। এই ধরণের কুলাঙ্গারদের বাংলাদেশে আইনা নেতৃত্ব করাবে বিএনপি, এই স্বপ্ন বাংলার মাটিতে হবে না। তখন উপস্থাপক মহি উদ্দিন হেলাল নাহিদ প্রশ্ন করেন, ‘এখন তারেক জিয়াকে কিছু বলবেন না আপনি? জবাবে ডা. মুরাদ হাসান বলেন, ‘তারেক জিয়া সম্পর্কে এইডা তো মানুষের জাতই না। এই বেজন্মা সম্পর্কে আমার কিছু বলার নাই। ও বেগম জিয়ার পোলা না কার পোলা এইডা আল্লাহই জানে।’
এ দিকে, একই আদালতে সরিষাবাড়ী উপজেলার মৃত আব্দুল হাকিমের ছেলে ছাত্রদল নেতা মাসুদকে হত্যা ও লাশগুমের অভিযোগে অপর আরেকটি মামলা হয়েছে মুরাদের নামে। মামলা দুটি আমলে নিয়ে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার সারিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য আদেশ দিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়