ডাকাতি করতে গিয়ে শ্বশুরকে হত্যা, ২৩ বছর পর আসামি গ্রেফতার

- Update Time : ০৫:১১:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
- / ১৪৯ Time View
নিজ শ্বশুরবাড়িতে ডাকাতি করতে গিয়ে চিনে ফেলায় শ্বশুরকে গুলি করে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মনজুর হোসেনকে (৪৬) গ্রেফতার করেছে র্যাব-৭। রোববার ঢাকার মিরপুর থানার পূর্ব শেওড়াপাড়া থেকে র্যাব-২ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মনজুর হোসেন কক্সবাজার সদর থানার রুমালিয়ারছড়া টেকনাফ পাহাড় গ্রামের মোহাম্মদ হাছানের ছেলে। সোমবার (২১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব-৭।
র্যাব জানিয়েছে, হত্যার শিকার নিহত মোহাম্মদ হোসেন ছিলেন একজন প্রবাসী। ১৯৯৯ সালে প্রবাস থেকে দেশে ফিরে নিজ এলাকায় বসবাস শুরু করেন। ২০০০ সালের ১৫ জুন মোহাম্মদ হোসেনের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাত দলের নেতৃত্বে ছিলেন তারই মেয়ের জামাই মনজুর হোসেন। ডাকাত দল দরজা ভেঙে ঘরে প্রবেশ করার পর মোহাম্মদ হোসেন তার মেয়ের জামাই মনজুর হোসেনকে চিনে ফেলেন।
এ সময় ডাকাতরা মোহাম্মদ হোসেনের মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে। তার বাসার মূল্যবান দ্রব্যাদিসহ নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ছবুরা খাতুন বাদী হয়ে কক্সবাজার থানায় মামলা করেন। পরে পুলিশ মামলায় আদালতে অভিযোগপত্র দেয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ২০ জুলাই আসামিদের অনুপস্থিতে ৮ জনকে মৃত্যুদণ্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের একজন মনজুর হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ঢাকা মহানগরীর পূর্ব শেওড়াপাড়া এলাকায় তার অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। দীর্ঘ সময় তিনি ছদ্মনাম ব্যবহার করে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন পেশায় আত্মগোপন করে ছিল বলে জানায় র্যাব।