ঠাকুরগাঁওয়ে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” উদ্বোধন

- Update Time : ০৯:৫৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
- / ৫৪০ Time View
ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গনে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার আদালত চত্বরে ন্যায়কুঞ্জের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোট বিভাগের বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার। পরে জেলা জজ আদালতের আয়োজনে আদালত ভবনের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোট বিভাগের বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. গোলাম ফারুক, জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লিজা বেগম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সাবেক সভাপতি এ্যাড. তোজাম্মেল হক মঞ্জু, এ্যাড. শেখর কুমার রায়, এ্যাড. মোস্তাক আলম টুলু, এ্যাড. আবু জাফর সামসুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন, যুগ্ম জেলা জজ-১ মো: সাইফুল ইসলাম, যুগ্ম জেলা জজ-২ মো: লুৎফর রহমান, সিনিয়র সহকারী জজ মোছা: শবনম মোস্তারী, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. রমেশ কুমার ডাগা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আরিফুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দীন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানসহ অন্যান্য বিচারক, জেলা জজ আদালতের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়