ঠাকুরগাঁওয়ে অপহরনের পর ধর্ষন : ধর্ষক গ্রেফতার

- Update Time : ১২:৩৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
- / ১৪২ Time View
ঠাকুরগাঁওয়ে সহকর্মী এক নারী (২১) কে অপহরণ করে নিয়ে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়।
সোমবার ভুক্তভোগী ওই নারী সহকর্মী মো: আসাদুজ্জামান আকাশ (৩৪) এর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় এ মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, আসাদুজ্জামান আকাশের সাথে ঢাকার উত্তর বাড্ডা তেতুলতলা বিসনেট এ্যাপোলো লি: কোম্পানীতে চাকুরীর সুবাদে ওই নারীর পরিচয়।
পরে মোবাইল ফোনে ঘনিষ্টতা বাড়লে গত ২২ জুন আসাদুজ্জামান আকাশ ওই নারীকে অফিসের সামনের রাস্তা থেকে মাইক্রোবাসযোগে অপহরণ করে ঠাকুরগাঁওয়ে নিয়ে আসেন।
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকার জনৈক কাজলের বাড়িতে ২২ জুন থেকে ১ জুলাই ওই নারীকে আটক রেখে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করে আকাশ।
কৌশলে ২ জুলাই ওই নারী জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে কাজলের বাসা থেকে ওই নারীকে পুলিশ উদ্ধার করে।
পরে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক আসাদুজ্জামান আকাশকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়। আসাদুজ্জামান আকাশ দিনাজপুর জেলার কোতয়ালী থানার মুরাদপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়