ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেলারেই বাজিমাত করলেন রবি তেজা-শ্রীলীলা

বিনোদন ডেস্ক
  • Update Time : ১১:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ১৩৬ Time View

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রবি তেজা ও শ্রীলীলা ফের একবার বড় পর্দায় দেখা যাবে। রবি তেজার ৭৫তম ছবি ‘মাস জাঠারা’-এর অফিসিয়াল ট্রেলার মঙ্গলবার প্রকাশিত হয়েছে।

২ মিনিট ৩১ সেকেন্ডের ট্রেলারে দেখা গেছে রবি তেজার অ্যাকশন, কমেডি ও রোম্যান্সের চমক। ট্রেলার প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক দর্শক লিখেছেন, ‘ট্রেলারের পর মনে হলো, অনেক ক্ষুধার্ত থাকার পর পুরো বিরিয়ানি খেয়েছি!’

ছবিতে নাভিন চন্দ্রার অভিনয়ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। মিউজিক করেছেন ভীমস চেসিরোল, সিনেমাটোগ্রাফি করেছেন বিদু আয়্যন্না। প্রযোজনা পরিচালনা করছেন নাগা ভামসি এস ও সায় সৌজন্য। সিনেমাটি তৈরি হয়েছে সিথারা এন্টারটেইনমেন্টস এবং ফরচুন ফোর সিনেমাস ব্যানারের তলে, উপস্থাপন করছে শ্রীকারা স্টুডিওস।

যদি সব ঠিক থাকে, সিনেমাটি ১ নভেম্বর থেকে সিনেমা হলে মুক্তি পাবে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর।

এর আগে নেটফ্লিক্সে রবি তেজার হিট সিনেমা ‘মিস্টার বচ্চন’ মুক্তি পেয়েছে। বর্তমানে তিনি অভিনেতা অনিল রাভিপুডির সঙ্গে নতুন প্রজেক্টে কাজ করছেন।

Please Share This Post in Your Social Media

ট্রেলারেই বাজিমাত করলেন রবি তেজা-শ্রীলীলা

বিনোদন ডেস্ক
Update Time : ১১:৩৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রবি তেজা ও শ্রীলীলা ফের একবার বড় পর্দায় দেখা যাবে। রবি তেজার ৭৫তম ছবি ‘মাস জাঠারা’-এর অফিসিয়াল ট্রেলার মঙ্গলবার প্রকাশিত হয়েছে।

২ মিনিট ৩১ সেকেন্ডের ট্রেলারে দেখা গেছে রবি তেজার অ্যাকশন, কমেডি ও রোম্যান্সের চমক। ট্রেলার প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক দর্শক লিখেছেন, ‘ট্রেলারের পর মনে হলো, অনেক ক্ষুধার্ত থাকার পর পুরো বিরিয়ানি খেয়েছি!’

ছবিতে নাভিন চন্দ্রার অভিনয়ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। মিউজিক করেছেন ভীমস চেসিরোল, সিনেমাটোগ্রাফি করেছেন বিদু আয়্যন্না। প্রযোজনা পরিচালনা করছেন নাগা ভামসি এস ও সায় সৌজন্য। সিনেমাটি তৈরি হয়েছে সিথারা এন্টারটেইনমেন্টস এবং ফরচুন ফোর সিনেমাস ব্যানারের তলে, উপস্থাপন করছে শ্রীকারা স্টুডিওস।

যদি সব ঠিক থাকে, সিনেমাটি ১ নভেম্বর থেকে সিনেমা হলে মুক্তি পাবে। এছাড়াও অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর।

এর আগে নেটফ্লিক্সে রবি তেজার হিট সিনেমা ‘মিস্টার বচ্চন’ মুক্তি পেয়েছে। বর্তমানে তিনি অভিনেতা অনিল রাভিপুডির সঙ্গে নতুন প্রজেক্টে কাজ করছেন।