ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর, বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে আরব আমিরাত

- Update Time : ০৮:২৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ১৮ Time View
মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সফরের আগেই বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত এই অস্ত্র কিনছে।
মঙ্গলবার (১৩ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির চুক্তি অনুমোদন করেছে। এই চুক্তিটি মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন সফরের আগে ঘোষণা করা হয়েছে।
প্রস্তাবিত চুক্তির অধীনে ইউএইকে ছয়টি সিএইচ-৪এফ ব্লক II চিনুক হেলিকপ্টার এবং বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করা হবে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র সতর্কতা ব্যবস্থা, নেভিগেশন এবং যোগাযোগ ব্যবস্থা।
মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রস্তাবিত বিক্রয় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তাকে সমর্থন করবে, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদারের নিরাপত্তা উন্নত করতে সহায়তা করবে।
বিবৃতিতে আরও বলা হয়, সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ মার্কিন অংশীদার। এই প্রস্তাবিত বিক্রয়টি ইউএই-এর বর্তমান এবং ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করবে, বিশেষ করে অনুসন্ধান ও উদ্ধার, দুর্যোগ ত্রাণ, মানবিক সহায়তা এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে।
মার্কিন প্রতিরক্ষা সংস্থা নিশ্চিত করেছে যে এই বিক্রয় অঞ্চলের সামরিক ভারসাম্যকে পরিবর্তন করবে না বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রস্তুতিকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে না।
পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক ও সামরিক বিষয়ক ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রস্তাবিত অস্ত্রচুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত ছয়টি সিএইচ-৪৭এফ চিনুক হেলিকপ্টার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পাবে, যার মোট মূল্য প্রায় ১.৩২ বিলিয়ন মার্কিন ডলার।
যুক্তরাষ্ট্রের মতে, এই চুক্তি ‘যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি এবং জাতীয় নিরাপত্তা স্বার্থকে সমর্থন করবে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘সংযুক্ত আরব আমিরাত এই সরঞ্জামগুলো অনুসন্ধান ও উদ্ধার অভিযান, দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ব্যবহার করবে।’
যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতকে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির এক গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে।
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে তেলসমৃদ্ধ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন। সফরে কূটনৈতিক আলোচনা ছাড়াও প্রতিরক্ষা, বিমান, জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে বড় বড় ব্যবসায়িক চুক্তির সম্ভাবনা রয়েছে।
এছাড়াও, যুক্তরাষ্ট্র এফ-১৬ যুদ্ধবিমানের ১৩০ মিলিয়ন ডলারের যন্ত্রাংশ সংযুক্ত আরব আমিরাতকে বিক্রির অনুমোদন দিয়েছে।
আরেকটি বিবৃতিতে বলা হয়েছে, এই যুদ্ধবিমান-সংক্রান্ত যন্ত্রাংশ সংযুক্ত আরব আমিরাতকে তাদের ‘সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় এবং জাতীয় প্রতিরক্ষা চাহিদা পূরণে সক্ষম করে তুলবে।’
এই অস্ত্রচুক্তি চূড়ান্ত অনুমোদনের আগে মার্কিন কংগ্রেসের ৩০ দিনের সময়সীমা রয়েছে, যার মধ্যে কংগ্রেস চাইলে এই বিক্রয় চুক্তি বাতিল করতে পারে।
এর আগে আলজাজিরা জানায়, মধ্যপ্রাচ্যের তিন দেশ সৌদি আরব, কাতার ও মধ্যপ্রাচ্য সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সফরে যুক্তরাষ্ট্রকে একটি উড়ন্ত প্রাসাদ তথা রাজকীয় বিমান উপহার দিতে যাচ্ছে কাতার। এ বিমানটি মার্কিন প্রেসিডেন্টের বিমানবহর ‘এয়ার ফোর্স ওয়ানে’ যুক্ত হতে পারে।