ট্রাম্পের অর্থমন্ত্রী পদে স্কট বেসেন্টের মনোনয়ন

- Update Time : ১২:২৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
- / ১২০ Time View
বিলিয়নিয়ার স্কট বেসেন্টকে গুরুত্বপূর্ণ ট্রেজারি সেক্রেটারি অফ স্টেট অর্থ্যাৎ অর্থমন্ত্রী পদে নিযুক্ত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে ট্রাম্পের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বার্তা সংস্থাটি জানিয়েছে, স্কট বেসেন্ট মার্কিন কি স্কয়ার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তিনি ট্রাম্পের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সংশ্লিষ্টরা জানান, স্কট আমেরিকার জ্বালানি আধিপত্যকে পুনরায় নিশ্চিত করতে চান এবং বিশ্বাস করেন যে, মার্কিন বাজেটের ঘাটতি মোকাবিলা করা প্রয়োজন।
এদিকে অর্থমন্ত্রী পদে স্কট ব্যাসেন্টের নাম ঘোষণা করে নিজের সোশ্যাল ট্রুথে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে স্কটকে ব্যাপক সম্মান করা হয়।
এছাড়া ইরান, রাশিয়া, চীন, উত্তর কোরিয়াসহ বিবদমান দেশগুলোর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার কাজ করে ট্রেজারি বিভাগ। শুধু তাই নয়, মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অর্থাপাচার কিংবা কোনো দেশের সম্পদ জব্দ করার কাজও করে ট্রেজারি বিভাগ।
সম্প্রতি রয়টার্সের এক জরিপে জানা গেছেন, ট্রাম্প প্রশাসন চীন থেকে আমদানীকৃত পণ্যের ওপর আগামী বছরের শুরুতে প্রায় ৪০ শতাংশ শুল্ক আরোপ করতে পারে। গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর চীনের অর্থনীতি নিয়ে বার্তা সংস্থাটির এটিই প্রথম জরিপ।
এর আগে নির্বাচনী প্রচারণার সময় ‘আমেরিকা ফার্স্ট’ বাণিজ্য নীতির অংশ হিসেবে চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তার এ বাণিজ্য নীতির ফলে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঝুঁকির মুখে পড়েছে।
নওরোজ/এসএইচ