ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়েছে: এফবিআই

- Update Time : ০৬:১১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
- / ১৮৩ Time View
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের গলফ মাঠের কাছে গোলাগুলির ঘটনায় ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা- এফবিআই।
স্থানীয় সময় রবিবার (১৫ সেপ্টেম্বর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় গুলির ঘটনার পর, এক বিবৃতিতে এফবিআই জানায়, ‘ঘটনার তদন্ত চলছে। সবকিছু বিবেচনায় মনে হচ্ছে, সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
জানা যায়, ট্রাম্প যেখানে খেলছিলেন সেখান ইউএস সিক্রেট সার্ভিসের এজেন্টরাও ছিলেন। ট্রাম্পের খেলার জায়গা থেকে প্রায় ৪০০ গজ দূরে ঝোপের মধ্যে একজন অ্যাভটোম্যাট কালাশনিকোভা (একে) ধরনের একটি অ্যাসলট রাইফেল ট্রাম্পের দিকে তাক করেছিলেন।
পাম বিচ কাউন্টি শেরিফ রিক ব্র্যাডশ বলেন, বন্দুকধারীকে দেখে একজন এজেন্ট গুলি চালায়। পরে ওই বন্দুকধারী রাইফেল ফেলে একটি গাড়িতে করে পালিয়ে যায়। এসময় আগ্নেয়াস্ত্রটির দুটি ব্যাকপ্যাকসহ নিশানা করার জন্য একটি গোপ্রো ক্যামেরা জব্দ করা হয়। পরে ওই বন্দুকধারীকে আটক করা হয়েছে।
এর আগে ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারে একটি সমাবেশে ট্রাম্পকে গুলি করা হয়েছিল। একটি বুলেট তার কানের কাছে আঘাত করেছিল। এর আট দিন পরে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্টের দৌড় থেকে সরে এসে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দলের মনোনয়ন দিয়েছিলেন।
ঘটনার পর ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্পের বাসভবনের আশেপাশে অবস্থান নিয়েছেন তার সমর্থকরা। এসময় তারা ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগান দিতে থাকেন। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারও ছিল।

গুলির ঘটনার পর তার প্রচার শিবির থেকে জানানো হয়েছিল, ট্রাম্প যেখানে অবস্থান করছিলেন, তার কাছাকাছি গুলি চালানো হয়েছে। তবে তিনি নিরাপদে আছেন।
তবে ঘটনার পর ট্রাম্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মায়োরকাস সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া পোস্টে বলেছেন, ‘প্রেসিডেন্ট প্রার্থী এবং অন্যান্য সুরক্ষিত ব্যক্তিদের নিরাপত্তা এবং সুরক্ষা সিক্রেট সার্ভিসের সর্বোচ্চ অগ্রাধিকার।’
পাম বিচ কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, যদি ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট হতেন, তবে মার-এ-লাগোর নিরাপত্তা ভিন্ন হতো।
গত ১৩ জুলাই পেনসিলভেনিয়ার বাটলারে হত্যাচেষ্টার পর ট্রাম্পের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু উভয় রাজনৈতিক দলের রাজনীতিবিদরা এখন বলছেন, এটি যথেষ্ট নয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়