ট্রফি জয়ের তালিকায় সবাইকে ছাড়িয়ে গেছেন মেসি

- Update Time : ০৭:৫৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
- / ২৯১ Time View
অধ্যায় শেষ করে লিওনেল মেসির যুক্তরাষ্ট্রে আসাটা ভালো চোখে নিতে পারেননি অনেকে। কিন্তু মানুষটা যে ভিনগ্রহের ফুটবলার। যেখানেই যাবেন নিজের আলোয় আলোকিত করবেন চারপাশ।
ইন্টার মায়ামি যা কখনো করতে পারেনি, সেই দলটাকেই প্রথম শিরোপা এনে দিয়েছেন তিনি। এমন ঐতিহাসিক কীর্তির পর নিজেও যে ইতিহাসে নাম লিখিয়েছেন। প্রায় দুই দশকের ক্যারিয়ারে ট্রফি জেতার কীর্তিতে সবাইকে ছাড়িয়ে গেছেন এই বিশ্বকাপ জয়ী। লিগস কাপে ইন্টার মায়ামিকে প্রথম শিরোপা জিতিয়ে সার্বিক ক্যারিয়ারে মেসির ট্রফির সংখ্যা দাঁড়িয়েছে ৪৪টি।
এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ। তিনি পেছনে ফেলেছেন সাবেক বার্সা সতীর্থ দানি আলভেসকে। ব্রাজিলিয়ান তারকার ট্রফি সংখ্যা ছিল ৪৩টি। আর্জেন্টাইন অধিনায়ক তার প্রথম ট্রফিটি জিতেছেন ১৭ বছর বয়সে ২০০৪০৫ মৌসুমে। তখন বার্সার হয়ে জিতেছেন লা লিগা। তার পর থেকে ট্রফিতে ভরপুর ছিল মেসির ক্যারিয়ার।
সর্বশেষ শিরোপা জয় তো সর্বকালের সেরা অবস্থানেই নিয়ে গেলো তাকে। যোগ দিয়েই ইন্টার মায়ামিকে প্রথম শিরোপা এনে দিতে অবদান সাত বারের ব্যালন ডি’অর জয়ীর। মেসি ক্লাবটির হয়ে ৭ ম্যাচে ১০ গোল করেছেন।
ফাইনালেও অবদান রেখেছেন জয়ে। মেসির ক্যারিয়ারের যত ট্রফি-
আর্জেন্টিনা (৫টি ট্রফি)
২০০৫ সালের ফিফা যুব বিশ্বকাপ (অনূর্ধ্ব-২০)
২০০৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক
২০২২ সালের কাতার বিশ্বকাপ
২০২১ সালের কোপা আমেরিকা
২০২২ সালের ফিনালিসিমা
বার্সেলোনায় ৩৫টি ট্রফি
লা লিগা ১০টি
কোপা দেল রে ৭টি
সুপার কোপা ৮টি
চ্যাম্পিয়নস লিগ ৪টি
উয়েফা সুপার কাপ ৩টি
ফিফা ক্লাব বিশ্বকাপ ৩টি
পিএসজিতে ৩টি ট্রফি
লিগ ওয়ান (২টি)
ফরাসি সুপার কাপ ১টি
ইন্টার মায়ামিতে ১টি ট্রফি
লিগস কাপ