ট্যাক্স রিফান্ড কেলেঙ্কারিতে কর কর্মকর্তার বেতন কমলো ২ হাজার টাকা
- Update Time : ১২:৪১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ২০ Time View
কর প্রত্যর্পণে (ট্যাক্স রিফান্ড) ২৮ কোটি ৭৫ লাখ টাকা অনিয়মের অভিযোগে রংপুর কর অঞ্চলের সার্কেল-১ (কোম্পানিজ)-এর তৎকালীন উপকর কমিশনার সাজিদ খানের বেতন গ্রেড এক ধাপ কমানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আনা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় অর্থ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
জানা যায়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৪(২)(ঘ) ধারা অনুযায়ী ‘লঘুদণ্ড’ হিসেবে শাস্তিস্বরূপ বেতন গ্রেড কমানো হয়। এই সিদ্ধান্তের ফলে তার মূল বেতন ৪৭ হাজার ৬০০ টাকা থেকে কমে ৪৫ হাজার ৩৩০ টাকা নির্ধারিত হয়েছে, অর্থাৎ প্রতি মাসে বেতন ২ হাজার ২৭০ টাকা কমেছে।
সাজিদ খান খুলনা কর অঞ্চলের সার্কেল-১ (কোম্পানিজ)-এ দায়িত্ব পালনের সময় মেসার্স বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২০১৮-১৯ এবং ২০১৯-২০ করবর্ষের আয়কর মামলায় এই অনিয়মে জড়িয়ে পড়েন। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই তিনি দুটি করবর্ষে প্রতিষ্ঠানটিকে উৎসে কর্তিত করের ক্রেডিট হিসেবে প্রায় ১৫১ কোটি টাকা (যথাক্রমে ৬৫ কোটি ৪১ লাখ টাকা এবং ৮৫ কোটি ৬৬ লাখ টাকা) প্রদান করেন। এছাড়া তিনি কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ১৭৩ ধারায় আইটি-৩০ সংশোধন করে ২০১৮-১৯ এবং ২০১৯-২০ করবর্ষে মোট ২৮ কোটি ৭৫ লাখ ৩৯ হাজার ৬৯৮ টাকার কর প্রত্যর্পণ তৈরি করেন। এই অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়










































































































































































































