টেকনাফে পাহাড় থেকে ১৭ বনকর্মীকে অপহরণ

- Update Time : ০২:৪১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
- / ৪৭ Time View
কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া এলাকায় পাহাড় থেকে ১৭ বনকর্মীকে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে জানা গেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে টেকনাফ জাদিমুড়ার পশ্চিমে অপহরণের এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।
অপহৃতরা হলেন- আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০) ও রফিক (৩৩)।
টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বলেন, ‘অপহরণের শিকার বনবিভাগের শ্রমিকদের উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গেছেন। আমরা বিষয়টি নিয়ে তৎপর রয়েছি।’
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, বনবিভাগের অধীনে বনকর্মীরা সকালে পাহাড়ে কাজ করতে যায়। এ সময় তাদের কিছু লোক ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানান, সম্প্রতি বনের বিভিন্ন লতাগুল্ম পরিষ্কারের কাজ করা হচ্ছে। এতে শ্রমিকদের নিয়োগ করা হয়। প্রতিদিনের মতো বাগানে কাজ করতে যাওয়ার পথে বনের অদূরেই পাহাড়ি স্থান থেকে ১৭ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র সংঘবদ্ধ চক্র।
এ ঘটনা দ্রুত প্রশাসনকে জানানো হলে এপিবিএন পুলিশ, উপজেলা প্রশাসন ও বনবিভাগের লোকজনসহ আইনশৃঙ্খলা বাহিনীগুলো তাদের উদ্ধারে অভিযান শুরু করে।
আরও পড়ুন>>> টেকনাফে ১৯ জন উদ্ধার না হতেই ফের ৭ জন অপহরণ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়