টেকনাফে জি-৩ রাইফেল উদ্ধার; কৌশলে পালিয়েছে কারবারিরা

- Update Time : ০৭:১৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ৫০ Time View
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১টি জি-৩ রাইফেল ও ১টি কিরিচ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২বিজিবি। অবৈধ অস্ত্র বহনের দায়ে ১টি নৌকাও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান ২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরের দিকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, (২০ জানুয়ারি) টেকনাফ ব্যাটালিয়ন-২ এর অধীনস্থ সাবরাং ইউনিয়নের খুরেরমুখ চেকপোস্টের বিশেষ টহলদল মিঠাপানিরছড়া নামক এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করছিল। রাত সাড়ে ৮ টার দিকে বঙ্গোপসাগরের কিনারায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তির সন্দেহজনক গতিবিধি টহল দলের গোচরিভূত হয়। এসময়, বিশেষ টহলদল সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের জন্য অগ্রসর হলে, বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা ও অন্যান্য মালামাল ফেলে দুষ্কৃতকারী দলটি রাতের আঁধারে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, এলাকাটি ঘিরে রেখে অপরাধীদেরকে ধরতে তল্লাশী কার্যক্রম চালানোর সময় পরিত্যাক্ত নৌকাটির ভিতরে লুকিয়ে রাখা বস্তার ভিতরে ১টি স্বয়ংক্রিয় অস্ত্র (জি-৩ রাইফেল) ও ১টি কিরিচ উদ্ধার করা হয়। এছাড়াও, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বহণের দায়ে উক্ত সাম্পান নৌকাটিও জব্দ করা হয়। পরবর্তীতে গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে কোন অপরাধী বা তাদের সহযোগীদেরকে আটক করা সম্ভব হয়নি। দুষ্কৃতকারীদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
উদ্ধারকৃত মালিকবিহীন নৌকা টেকনাফ শুল্ক গুদামে এবং টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে কিরিচ এবং জি-৩ রাইফেলটি জমা করে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়