ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ১০:৪৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ৮ Time View

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

মুম্বাইতে এক জমকালো আয়োজনে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি চূড়ান্ত করেছে আইসিসি।

ভারত ও শ্রীলঙ্কায় আগামী ফেব্রুয়ারি-মার্চে যৌথভাবে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ।

গ্রুপে টাইগারদের সঙ্গী দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। বাকি দুই দল হলো নেপাল ও চমক জাগিয়ে প্রথমবারের মতো ২০ ওভারের ক্রিকেটের বিশ্ব আসরে ঠাঁই নেওয়া ইতালি।

মঙ্গলবার প্রকাশিত সূচি অনুসারে, বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে তারা। ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে লিটন দাসের দলের পরের দুটি ম্যাচও সেখানে। আর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে বাংলাদেশ।

গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচের সূচি:

৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ বিকাল ৩টা ৩০ মিনিট কলকাতা

৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ইতালি সকাল ১১টা ৩০ মিনিট কলকাতা

১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-ইংল্যান্ড বিকাল ৩টা ৩০ মিনিট কলকাতা

১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-নেপাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিট মুম্বাই

প্রত্যেক গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল পাবে সুপার এইটের টিকিট। সেখানে আট দলকে আবার দুটি গ্রুপে ভাগ করা হবে। এই দুই গ্রুপের প্রতিটির সেরা দুই দল উঠবে সেমিফাইনালে।

গ্রুপ:

গ্রুপ ‘এ’— ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস
গ্রুপ ‘বি’— অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’— বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, নেপাল
গ্রুপ ‘ডি’— দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত।

Please Share This Post in Your Social Media

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কখন

স্পোর্টস ডেস্ক
Update Time : ১০:৪৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

মুম্বাইতে এক জমকালো আয়োজনে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি চূড়ান্ত করেছে আইসিসি।

ভারত ও শ্রীলঙ্কায় আগামী ফেব্রুয়ারি-মার্চে যৌথভাবে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় ‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ।

গ্রুপে টাইগারদের সঙ্গী দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। বাকি দুই দল হলো নেপাল ও চমক জাগিয়ে প্রথমবারের মতো ২০ ওভারের ক্রিকেটের বিশ্ব আসরে ঠাঁই নেওয়া ইতালি।

মঙ্গলবার প্রকাশিত সূচি অনুসারে, বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে তারা। ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে লিটন দাসের দলের পরের দুটি ম্যাচও সেখানে। আর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে বাংলাদেশ।

গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচের সূচি:

৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ বিকাল ৩টা ৩০ মিনিট কলকাতা

৯ ফেব্রুয়ারি বাংলাদেশ-ইতালি সকাল ১১টা ৩০ মিনিট কলকাতা

১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-ইংল্যান্ড বিকাল ৩টা ৩০ মিনিট কলকাতা

১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-নেপাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিট মুম্বাই

প্রত্যেক গ্রুপ থেকে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল পাবে সুপার এইটের টিকিট। সেখানে আট দলকে আবার দুটি গ্রুপে ভাগ করা হবে। এই দুই গ্রুপের প্রতিটির সেরা দুই দল উঠবে সেমিফাইনালে।

গ্রুপ:

গ্রুপ ‘এ’— ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস
গ্রুপ ‘বি’— অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ ‘সি’— বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, নেপাল
গ্রুপ ‘ডি’— দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত।