টিভি দেখতে দেখতেই ব্রেন স্ট্রোক করলেন অভিনেত্রী সায়ন্তনী

- Update Time : ১২:৪০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১১৬ Time View
কলকাতার অভিনেত্রী সায়ন্তনী মল্লিক সম্প্রতি জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’র শুটিং শেষ করেছেন। বাড়িতে ছুটি কাটাচ্ছিলেন। দেখছিলেন টেলিভিশন। হঠাৎ অস্বস্তি বোধ করেন তিনি। শরীর অবশ হয়ে আসে। পরীক্ষা করালে জানা যায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী।
ঘটনাটি ঘটেছে গেল বুধবার (৩ সেপ্টেম্বর)। আজ সোমবার অভিনেত্রীর স্বামী ইন্দ্রনীল মল্লিকের বরাতে ভারতের গণমাধ্যম তথ্যটি নিশ্চিত করেছে।
ইন্দ্রনীল জানান, সায়ন্তনী এর আগে একদম সুস্থ ছিলেন। কোনো শারীরিক অসুবিধার ইতিহাস নেই।
কীভাবে হঠাৎ ব্রেইন স্ট্রোক হলো, এখনও অজানা। কিন্তু অবস্থা গুরুতর হওয়া থেকে রক্ষা পেয়েছেন।
ইন্দ্রনীল আরও জানান, সায়ন্তনীকে হাসপাতাল থেকে গত রোববারই বাড়িতে নিয়ে আসা হয়েছে। চিকিৎসকরা তাকে ১৫ দিনের সম্পূর্ণ বিশ্রামের নির্দেশ দিয়েছেন।
অভিনয়জগতে সক্রিয় থাকা সায়ন্তনী হাসপাতালে থাকা অবস্থায় ইনস্টাগ্রামে একটি হৃদয়বিদারক ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, তিনি প্রত্যহ সেই পাশে দাঁড়িয়ে থাকা স্বামীকে আঁকড়ে ধরেছেন। তার চোখ-মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট। পোস্টে লিখেছেন, ‘তোমায় ছাড়া আমার বাঁচা সম্ভব হত না বর। ঈশ্বরকে ধন্যবাদ।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়