টিকটক ভিডিও বানাতে গিয়ে নৌকা ডুবে কিশোরের মৃত্যু

- Update Time : ০৯:০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ১৩৬ Time View
টঙ্গীর গুটিয়া বিলে টিকটকে ভিডিও ধারণ করতে গিয়ে আল মেহেদি হৃদয় (১৫) নামে এক কিশোর পানিতে ডুবে মারা গেছে।
সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার বিকেলে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। হৃদয় ময়মনসিংহের মুক্তাগাছা থানার মৃত আব্দুল খালেকের ছেলে। টঙ্গীর ঘুটিয়ার মুক্তার বাড়ি এলাকায় বসবাস করেন তার পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে চার বন্ধু তাল গাছের তৈরি নৌকা নিয়ে ঘুটিয়ার বিলে যায়। সেখানে তারা টিকটকে ভিডিও ধারণের প্রস্তুতি নিচ্ছিল। এক পর্যায়ে তারা পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে যেতে থাকে। তাদের মধ্যে দুজন নৌকায় উঠতে পারলেও আল মেহেদি হৃদয় পানিতে তলিয়ে যায়। এক।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, সোমবার বিকেল থেকে ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করে। মঙ্গলবার বিকেলে হৃদয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা মরদেহ নিয়ে গেছেন গ্রামের বাড়িতে।
স্থানীয়দের দাবি, বিলে অবাধে শিশু-কিশোরদের প্রবেশ ও টিকটক ভিডিও বানানো নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।