ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ,আগুন সরকারি অফিসে এখনও ফ্যাসিবাদীদের চাটুকার বসে আছে: সারজিস আলম ব্রাহ্মণবাড়িয়ায় লাশ দাফনে বাধা; ফের সংঘর্ষ ও অগ্নিসংযোগ ন্যায়বিচার প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা আদালতের সিদ্ধান্তকে প্রভাবিত করে : প্রধান বিচারপতি রায় ছিড়ে ফেলার ঘটনায় নিজেকে বাঁচাতে উল্টো ম্যাজিস্ট্রেটকে পুলিশে সোপর্দের হুমকি জজের নির্বাচনের দিনক্ষণ ঠিক না হওয়ায় জনমনে প্রশ্ন উঁকি দিচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে: তারেক রহমান ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, ব্যর্থ হলে ভেঙে পড়ে: প্রধান বিচারপতি মৌসুমের সেরা ফুটবলারের তালিকায় মেসি চীনের সঙ্গে কাজে কী ঝুঁকি- বাংলাদেশকে বোঝাবে যুক্তরাষ্ট্র

টিউশনিতে গিয়ে শ্লীলতাহানির শিকার জবি ছাত্রী, মধ্যরাতে বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

জবি প্রতিনিধি
  • Update Time : ১১:০০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ১৪৪ Time View

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনুজীব বিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এই সময় দোষীদের সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তারা।

রোববার (২৬ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ধূপখোলা মাঠ প্রদক্ষিণ করে এ প্রতিবাদ মিছিল করেন শিক্ষার্থীরা।

এ সময় জবি শাখা জাতীয় ছাত্রশক্তির (সাবেক বাগছাস) সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাহিন মিয়া বলেন, ৫ আগস্টের পর বিচার হীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। একজন অপরাধী যখন বিচার না হয় তখন তার আশেপাশের মানুষ ভাবে ওর তো বিচার হয়নি দোষ করলে আমারও বিচার হবে না। এভাবে বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের টার্গেট করে লাঞ্ছনা করা হয়।

পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী ও আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার পর শিক্ষার্থীদের মেসে বাসা ভাড়া করে থাকতে হয়। এছাড়াও টিউশনি করাতে হয়। কিন্তু সেই টিউশনি এসেও নারী শিক্ষার্থীরা নিরাপদ নয়। তাদের নিপীড়নের শিকার হতে হচ্ছে। আমরা প্রশাসনকে বলতে চাই এই নিপীড়কদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং শাস্তি নিশ্চিত করতে হবে।

শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসিব বলেন, আমরা ২০ বছর পার করতে চলেছি, কিন্তু এরকম ঘটনার সম্মুখীন হতে হয় নি। কিন্তু ইদানীং শিক্ষার্থীদের সাথে হেনস্তার ঘটনা বেড়েছে। আজ একজন নারী শিক্ষার্থীকে লাঞ্ছনা করা হয়েছে। জুলাই পরবর্তীতে শিক্ষার্থীদেরকে স্থানীয়দের সঙ্গে মুখোমুখি করার পাঁয়তারা চলছে। শিক্ষার্থীদের অনিরাপত্তায় রাখার মধ্যে দিয়ে দমন করার চেষ্টা করা হচ্ছে। এরই প্রেক্ষিতে আজকের এই ঘটনা হতে পারে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুততম সময়ের মধ্যে সেই লাঞ্ছনাকারীকে আটক করতে হবে।

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, যেখানে আমাদের মা বোনদেরকে নিপীড়ন করা হবে, আমরা সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হব। এবং সেই কালো হাতকে আমরা ভেঙে দেব। আজকের সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উপস্থিতি নিশ্চিত করে, জবিয়ানদের নিরাপত্তার স্বার্থে আমরা ঐক্যবদ্ধ। আমরা বলতে চাই, সকল নিপীড়করা ভালো হয়ে যাও, নাহলে জেলে পঁচে মরবে।

উল্লেখ্য, রোববার সন্ধ্যার ৮টার দিকে টিউশন করাতে গিয়ে গেন্ডারিয়া থানাধীন ডিস্টিলারি রোড ফজলুর রহমান নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট এলাকায় জবির এক নারী শিক্ষার্থী শ্লীলতাহানির শিকার হন। এঘটনায় রাত পৌনে ১১টার দিকে গেন্ডারিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

টিউশনিতে গিয়ে শ্লীলতাহানির শিকার জবি ছাত্রী, মধ্যরাতে বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

জবি প্রতিনিধি
Update Time : ১১:০০:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনুজীব বিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এই সময় দোষীদের সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তারা।

রোববার (২৬ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ধূপখোলা মাঠ প্রদক্ষিণ করে এ প্রতিবাদ মিছিল করেন শিক্ষার্থীরা।

এ সময় জবি শাখা জাতীয় ছাত্রশক্তির (সাবেক বাগছাস) সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাহিন মিয়া বলেন, ৫ আগস্টের পর বিচার হীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। একজন অপরাধী যখন বিচার না হয় তখন তার আশেপাশের মানুষ ভাবে ওর তো বিচার হয়নি দোষ করলে আমারও বিচার হবে না। এভাবে বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের টার্গেট করে লাঞ্ছনা করা হয়।

পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী ও আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার পর শিক্ষার্থীদের মেসে বাসা ভাড়া করে থাকতে হয়। এছাড়াও টিউশনি করাতে হয়। কিন্তু সেই টিউশনি এসেও নারী শিক্ষার্থীরা নিরাপদ নয়। তাদের নিপীড়নের শিকার হতে হচ্ছে। আমরা প্রশাসনকে বলতে চাই এই নিপীড়কদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং শাস্তি নিশ্চিত করতে হবে।

শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসিব বলেন, আমরা ২০ বছর পার করতে চলেছি, কিন্তু এরকম ঘটনার সম্মুখীন হতে হয় নি। কিন্তু ইদানীং শিক্ষার্থীদের সাথে হেনস্তার ঘটনা বেড়েছে। আজ একজন নারী শিক্ষার্থীকে লাঞ্ছনা করা হয়েছে। জুলাই পরবর্তীতে শিক্ষার্থীদেরকে স্থানীয়দের সঙ্গে মুখোমুখি করার পাঁয়তারা চলছে। শিক্ষার্থীদের অনিরাপত্তায় রাখার মধ্যে দিয়ে দমন করার চেষ্টা করা হচ্ছে। এরই প্রেক্ষিতে আজকের এই ঘটনা হতে পারে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুততম সময়ের মধ্যে সেই লাঞ্ছনাকারীকে আটক করতে হবে।

শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, যেখানে আমাদের মা বোনদেরকে নিপীড়ন করা হবে, আমরা সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হব। এবং সেই কালো হাতকে আমরা ভেঙে দেব। আজকের সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উপস্থিতি নিশ্চিত করে, জবিয়ানদের নিরাপত্তার স্বার্থে আমরা ঐক্যবদ্ধ। আমরা বলতে চাই, সকল নিপীড়করা ভালো হয়ে যাও, নাহলে জেলে পঁচে মরবে।

উল্লেখ্য, রোববার সন্ধ্যার ৮টার দিকে টিউশন করাতে গিয়ে গেন্ডারিয়া থানাধীন ডিস্টিলারি রোড ফজলুর রহমান নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট এলাকায় জবির এক নারী শিক্ষার্থী শ্লীলতাহানির শিকার হন। এঘটনায় রাত পৌনে ১১টার দিকে গেন্ডারিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়।