টিউলিপের পদত্যাগ নিয়ে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

- Update Time : ০৬:১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / ৮৪ Time View
যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক আর্থিক অসংগতি ও দুর্নীতির অভিযোগে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) টিউলিপ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র দেন।
তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। টিউলিপের এই পদক্ষেপের পর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে একটি চিঠি লিখেছেন, এতে তিনি লিখেছেন, ‘প্রিয় টিউলিপ আপনার পত্রের জন্য ধন্যবাদ। অত্যন্ত ব্যথিত মনে আপনার মন্ত্রিত্ব থেকে পদত্যাগের বিষয়টি আমি গ্রহণ করছি। সিটি মিনিস্টার হিসেবে আপনি যে দায়িত্ব পালন করেছেন তার জন্য ধন্যবাদ জানাই।’ ‘আপনার জন্য দরজা খোলা রইল।’
টিউলিপের পদত্যাগের প্রতিক্রিয়ায়, স্টারমার লিখেছেন, তিনি অত্যন্ত দুঃখিত হয়ে টিউলিপের পদত্যাগপত্র গ্রহণ করছেন এবং তার অর্থ মন্ত্রণালয়ে অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) হিসেবে ভূমিকা রাখার জন্য তাকে ধন্যবাদ জানান।
টিউলিপের বিরুদ্ধে কোনো ধরনের অসংগতি পাওয়া যায়নি দাবি করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার পদত্যাগপত্র গ্রহণের সঙ্গে আমি পরিষ্কার করতে চাই, আমার স্বাধীন পরামর্শক স্যার লরি ম্যাগনাস আমাকে নিশ্চিত করেছেন, মন্ত্রিত্বের আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং আপনার আর্থিক অনিয়মের কোনো প্রমাণও নেই। এ ছাড়া স্বপ্রণোদিত হয়ে নিজের বিরুদ্ধে তদন্তের আহ্বান এবং তদন্তকারী স্যার লরি ম্যাগনাসকে এক্ষেত্রে সম্পূর্ণভাবে সহযোগিতা করায় আপনাকে ধন্যবাদ জানাতে চাই।
তিনি আরো বলেন, ‘ব্রিটেনকে সমৃদ্ধকরণে ও সরকারের কাজে কোনো বিঘ্ন না ঘটাতে আপনি যে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সেটির তারিফ করছি। আপনাকে স্পষ্ট করে জানাতে চাই, আপনার সামনে এগিয়ে যাওয়ার দরজা খোলা রয়েছে।’
শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি দেওয়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে প্রচণ্ড চাপের মুখে ছিলেন টিউলিপ সিদ্দিক। এসবের মুখে শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছাড়তে হয়েছে তাকে।
এদিকে, বাংলাদেশে ছাত্র আন্দোলন এবং দুর্নীতি বিষয়ে অভিযোগের তদন্ত করছে দুদক (দুর্নীতি দমন কমিশন)। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছে, টিউলিপ সিদ্দিক লন্ডনে শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠদের ফ্ল্যাট ব্যবহার করেছেন। এসব বিষয় নিয়েই সম্প্রতি তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে, যার ফলে তিনি সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন।
টিউলিপ সিদ্দিক ২০২৪ সালের সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টিড অ্যান্ড হাইগেট আসন থেকে চতুর্থবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এরপর জুলাই মাসে তাকে লেবার পার্টি সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার করা হয়েছিল।