টানা দুই বছর ইসরায়েলে হামলা চালাতে সক্ষম ইরান

- Update Time : ০৮:১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ৪৬ Time View
ইসরায়েলে টানা দুই বছর প্রতিদিন হামলা চালানোর সক্ষমতা ইরানের আছে বলে দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আগামী দুই বছর হামলা অব্যাহত রাখলেও ইরানের ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের মজুত শেষ হবে না বলে দাবি আইআরজিসির এই উপদেষ্টার।
বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজকে এসব কথা বলেন।
ইব্রাহিম জাব্বারি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুতির অবস্থানে রয়েছে। তাদের অস্ত্রাগার, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও অন্যান্য সামরিক স্থাপনাগুলো এতটাই বিস্তৃত যে, এখনো প্রতিরক্ষা সক্ষমতা ও কার্যকর ক্ষেপণাস্ত্রগুলোর বেশির ভাগই প্রদর্শন করেনি ইরান।
এমনকি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি যুদ্ধ শুরু হয়, তারপরও ইরানের ঘাঁটিগুলো শেষ হয়ে যাবে না বলে দাবি করেন উপদেষ্টা মেজর জেনারেল ইব্রাহিম জাব্বারি।