টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

- Update Time : ০৪:২৬:২১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
- / ৪৩ Time View
টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল।
আজ সোমবার (৬ জানুয়ারী ) সকালে সদর উপজেলার ১২নং মাহমুদ নগর ইউনিয়নে মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় হলরুমে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রায় চার শতাধিক অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, জেলা মহিলাদলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারন সম্পাদক এডভোকেট রক্সি মেহেদী, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, সদর উপজেলা বিএনপির সহসভাপতি হাদিউজ্জামান সোহেন, মামুন সরকার, অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।