টাঙ্গাইলে ফের ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

- Update Time : ০৯:৪৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ৪৪ Time View
টাঙ্গাইলের মির্জাপুরে একদিন পর ফের ৭ বছরের শিশু ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি চাঁন মিয়াকে গণধোলাই দিয়ে গাছে বেঁধে রেখেছিল স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১ টার দিকে উপজেলার বানাইল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আটক চাঁন মিয়া মুন্সি (৫০) উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের মৃত ইয়াসিন মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়ির পাশেই অন্য শিশুদের সঙ্গে খেলছিল শিশুটি। এসময় চাঁন মিয়া শিশুটিকে ডেকে নিয়ে পাশের একটি ক্ষেতে নিয়ে যায়। পরে সেখানে ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে সে। এ ঘটনায় স্থানীয়রা দেখে চাঁন মিয়াকে আটক করে গণধোলাই দেয়। পরে গাছের সঙ্গে বেঁধে পুলিশে খবর দেওয়া হয়। পরে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলা দায়ের হয়েছে। শুক্রবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গেল মঙ্গলবার (১৩ মে) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় বাবুল মিয়া নামের ৫৫ বয়সী একজনকে আটক করেছে পুলিশ।