ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

টাঙ্গাইলে পোল্ট্রি শিল্পের সংকট সমাধানে মতবিনিময় সভা

টাঙ্গাইল প্রতিনিধি
  • Update Time : ০৯:০২:০১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • / ৩৫ Time View

টাঙ্গাইলে পোল্ট্রি শিল্পের সংকট সমাধানে খামারি ও ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ভূঞাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের সভা কক্ষে রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষনের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

এতে বক্তব্য রাখেন জেলা ভেটেনারি অফিসার রশনি আরা, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা স্বপন চন্দ্র দেবনাথ, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সোহেল তালুকদার, খামারী মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এ সময় শহর, ইউনিয়ন ও গ্রামের অর্ধশতাধিক খামারি ও ডিলার উপস্থিত ছিলেন।

খামার ও ডিলাররা বলেন, বিভিন্ন কোম্পানি কন্ট্রাক খামারের দিকে যাচ্ছে। এটা বাস্তবায়িত হলে প্রান্তিক পর্যায়ের খামার ধ্বংস হয়ে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়বে। এক দিনের বাচ্চার দাম নির্ধারণ হলেও এর চেয়ে বেশি দামে বাচ্চা কিনে খামার পরিচালনা করতে হচ্ছে। কয়েক পয়শা ডিমের দাম বাড়ানো হলে দায়িত্ব প্রাপ্ত সরকারি কর্মকর্তা খামারিদের জরিমানা করছে। চাহিদা অনুযায়ী বাচ্চা পাওয়া যায় না। খামারিদের টিকিয়ে রাখতে সরকার ও সংশ্লিষ্টদের এগিয়ে আসার দাবি করেন বক্তারা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, খামারিদের সমসাময়িক বিষয় নিয়ে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সাথে কথা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

টাঙ্গাইলে পোল্ট্রি শিল্পের সংকট সমাধানে মতবিনিময় সভা

টাঙ্গাইল প্রতিনিধি
Update Time : ০৯:০২:০১ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে পোল্ট্রি শিল্পের সংকট সমাধানে খামারি ও ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ভূঞাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের সভা কক্ষে রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষনের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

এতে বক্তব্য রাখেন জেলা ভেটেনারি অফিসার রশনি আরা, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা স্বপন চন্দ্র দেবনাথ, ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সোহেল তালুকদার, খামারী মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এ সময় শহর, ইউনিয়ন ও গ্রামের অর্ধশতাধিক খামারি ও ডিলার উপস্থিত ছিলেন।

খামার ও ডিলাররা বলেন, বিভিন্ন কোম্পানি কন্ট্রাক খামারের দিকে যাচ্ছে। এটা বাস্তবায়িত হলে প্রান্তিক পর্যায়ের খামার ধ্বংস হয়ে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়বে। এক দিনের বাচ্চার দাম নির্ধারণ হলেও এর চেয়ে বেশি দামে বাচ্চা কিনে খামার পরিচালনা করতে হচ্ছে। কয়েক পয়শা ডিমের দাম বাড়ানো হলে দায়িত্ব প্রাপ্ত সরকারি কর্মকর্তা খামারিদের জরিমানা করছে। চাহিদা অনুযায়ী বাচ্চা পাওয়া যায় না। খামারিদের টিকিয়ে রাখতে সরকার ও সংশ্লিষ্টদের এগিয়ে আসার দাবি করেন বক্তারা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, খামারিদের সমসাময়িক বিষয় নিয়ে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সাথে কথা হচ্ছে।