ঢাকা ১১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ডাকাত দলের প্রধান সমন্বয়কসহ গ্রেপ্তার ৪

টাঙ্গাইল প্রতিনিধি
  • Update Time : ১১:৫৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • / ১৬২ Time View

আন্তজেলা ডাকাত দলের প্রধান সমন্বয়ক আল আমিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার দক্ষিণ থানাপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে বাংলাদেশের ডাকাত দলের প্রধান সমন্বয়ক আল আমিন (২৭), কালিহাতী উপজেলার সিংগুরিয়া গ্রামের নুরু ইসলামের ছেলে রায়হান আহমেদ লিজন (২৮), নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বীজবাগ এলাকার আনোয়ার হোসেনের ছেলে আশরাফ হোসেন (২৫) ও মজিবুল হকের ছেলে হাসান (২৬)।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন জানান, টাঙ্গাইল সদর ও মির্জাপুর থানায় দুইটি ডাকাতি মামলা মামলায় টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ গত ২২ ডিসেম্বর শহরের আশেকপুর থেকে আলামিনকে এবং কালিহাতী থেকে লিজনকে গ্রেপ্তার করে। পরে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত বুধবার (২৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার থেকে আশরাফ ও হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আল আমিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ২৭টি ডাকাতি মামলা রয়েছে। ডাকাত দলের অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

টাঙ্গাইলে ডাকাত দলের প্রধান সমন্বয়কসহ গ্রেপ্তার ৪

টাঙ্গাইল প্রতিনিধি
Update Time : ১১:৫৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

আন্তজেলা ডাকাত দলের প্রধান সমন্বয়ক আল আমিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার দক্ষিণ থানাপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে বাংলাদেশের ডাকাত দলের প্রধান সমন্বয়ক আল আমিন (২৭), কালিহাতী উপজেলার সিংগুরিয়া গ্রামের নুরু ইসলামের ছেলে রায়হান আহমেদ লিজন (২৮), নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বীজবাগ এলাকার আনোয়ার হোসেনের ছেলে আশরাফ হোসেন (২৫) ও মজিবুল হকের ছেলে হাসান (২৬)।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন জানান, টাঙ্গাইল সদর ও মির্জাপুর থানায় দুইটি ডাকাতি মামলা মামলায় টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ গত ২২ ডিসেম্বর শহরের আশেকপুর থেকে আলামিনকে এবং কালিহাতী থেকে লিজনকে গ্রেপ্তার করে। পরে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত বুধবার (২৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার থেকে আশরাফ ও হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আল আমিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ২৭টি ডাকাতি মামলা রয়েছে। ডাকাত দলের অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।