ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

টাকা পাচারের দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন : রিজভী

রংপুর প্রতিনিধি
  • Update Time : ০৩:৪৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • / ১২৩ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ। বিগত স্বৈরাচার সরকারের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ঢাকতে সচিবালয়ে অগ্নিসংযোগ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে।

রুহুল কবির রিজভী বলেছেন, ‘পরাজিত স্বৈরাচারী সরকারের অনেক দোসর আমলাতন্ত্রে, পুলিশসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঘাপটি মেরে আছে। তারা দেশে এখনও নাশকতা ও চক্রান্ত চালিয়ে যাচ্ছে। টাকা পাচারের দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক ও ডাক বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার কোটি টাকার পাচারের ঘটনা যেন আলোর মুখে দেখতে না পারে সেই ষড়যন্ত্র করা হয়েছে।’

আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার সার্ভিসের সদস্য সোহানুর জামান নয়নের পরিবারের সাথে সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, আগুনে চার-পাঁচটা মিনিস্ট্রির ফাইল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। এটা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। স্বৈরাচার সরকার মানুষের টাকা যেভাবে আত্মসাৎ করেছে তা ভাষায় বর্ণনা করা যাবে না।

রিজভী বলেন,  ‘দেশের মানুষের টাকা আত্মাসাত করেছে শেখ হাসিনা। আজকে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৩৫০ মিলিয়ন ডলার পাচারের কাহিনী যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। এটাতো একটি মাত্র ঘটনা। আরও এমন অনেক ঘটনা আছে সেগুলো চাপা দেওয়ার জন্য নয় তলা ভবনে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের সামনে অনেক কাজ বাকী রয়েছে। আমরা স্বাধীনতা-সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে পারি, তাহলে দেশের নাগরিকের স্বাধীনতা নিশ্চিত হবে। গোটা পৃথিবী শেখ হাসিনার পতন এবং নতুন গণতন্ত্রের সম্ভাবনার জন্য আন্দোলনে আহত ও শহীদদের প্রতি সংহতি জানিয়েছেন।’

তিনি বলেন, হাসিনা সরকারের একজন মুখ্য সচিব অনেক টাকা পাচার করেছেন। যে ফাইলগুলো পুড়ে গেছে সেখানে তার ফাইলগুলো ছিল। এ আগুনে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। পরাজিত স্বৈরাচারের দোসররা এখনো অনেক জায়গায় আছে। আমলাতন্ত্র, পুলিশসহ সরকারের বিভিন্ন জায়গায় তারা আছে। সবাইতো এখনো পরিবর্তন হয়নি। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা ঘাপটি মেরে আছে। কোথায় কী ধরনের নাশকতা ও চক্রান্ত হচ্ছে তার কোনো ঠিক নেই।

হাসিনার পক্ষে ভারত ষড়যন্ত্র করছে অভিযোগ করে রিজভী বলেন, গোটা পৃথিবীর সমস্ত দেশ ও রাষ্ট্রনায়করা স্বৈরাচারের পতন ও নতুন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন প্রত্যেকের প্রতি তারা সংহতি জানিয়েছেন। কিন্তু একটি দেশ সংহতি জানাতে দ্বিধা করছে। সেই দেশটি হলো পার্শ্ববর্তী দেশ ভারত। তারা শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। তারা সংখ্যালঘু নির্যাতনের নতুন বয়ান তৈরি করছে যাতে শেখ হাসিনার অপকর্মগুলোকে ঢাকা যায়।

বিএনপির শীর্ষ এ নেতা বলেন, দ্বিতীয় মুক্তিযুদ্ধে আবু সাঈদের আত্মদানের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। পরে জীবন দিয়েছে নয়ন। সেও রংপুরের ছেলে। সেদিনের আগুন নেভানোর জন্য যুদ্ধ করে জীবন দিয়েছেন তিনি। দেশের চলমান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের অন্যতম শহীদ নয়ন। স্বৈরাচারের দোসরদের বিভিন্ন ধরনের চক্রান্ত ঠেকাতে গিয়ে জীবন দিচ্ছেন তার মতো ছেলেরা। শুধু একটি শোক জানিয়ে দায়িত্ব শেষ করা যাবে না।

এর আগে সকালে মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নের ছড়ান আটপুনিয়া গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার সার্ভিসে কর্মরত নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপির প্রতিনিধি’ দল। পরে তার কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়া গ্রামের সন্তান নিহত ফায়ার ফাইটারের পিতা-মাতার সাথে সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক ও সাংবাদিক আতিকুর রহমান রুমন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, বিএনপি রাজশাহী-রংপুর বিভাগ মিডিয়া সেলের প্রধান ও ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সাংবাদিক কালাম আজাদ, বিএনপি নেতা আব্দুস সালাম, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম প্রমুখ। পরে আমরা বিএনপি পরিবার এর প্রতিনিধি দল নিহত নয়নের কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের সময় নয়নের পিতা আখতারুজ্জামান কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি দুহাত তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে বিএনপি পরিবার রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়া গ্রামে পৌঁছালে হাজার হাজার মানুষ তাদেরকে শুভেচ্ছা জানান। এ সময় বিএনপির রংপুর বিভাগের বিভিন্ন জেলা, উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

টাকা পাচারের দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন : রিজভী

রংপুর প্রতিনিধি
Update Time : ০৩:৪৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ। বিগত স্বৈরাচার সরকারের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ঢাকতে সচিবালয়ে অগ্নিসংযোগ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে।

রুহুল কবির রিজভী বলেছেন, ‘পরাজিত স্বৈরাচারী সরকারের অনেক দোসর আমলাতন্ত্রে, পুলিশসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ঘাপটি মেরে আছে। তারা দেশে এখনও নাশকতা ও চক্রান্ত চালিয়ে যাচ্ছে। টাকা পাচারের দুর্নীতি ঢাকতে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক ও ডাক বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার কোটি টাকার পাচারের ঘটনা যেন আলোর মুখে দেখতে না পারে সেই ষড়যন্ত্র করা হয়েছে।’

আজ শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার সার্ভিসের সদস্য সোহানুর জামান নয়নের পরিবারের সাথে সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, আগুনে চার-পাঁচটা মিনিস্ট্রির ফাইল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। এটা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ। স্বৈরাচার সরকার মানুষের টাকা যেভাবে আত্মসাৎ করেছে তা ভাষায় বর্ণনা করা যাবে না।

রিজভী বলেন,  ‘দেশের মানুষের টাকা আত্মাসাত করেছে শেখ হাসিনা। আজকে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৩৫০ মিলিয়ন ডলার পাচারের কাহিনী যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। এটাতো একটি মাত্র ঘটনা। আরও এমন অনেক ঘটনা আছে সেগুলো চাপা দেওয়ার জন্য নয় তলা ভবনে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের সামনে অনেক কাজ বাকী রয়েছে। আমরা স্বাধীনতা-সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে পারি, তাহলে দেশের নাগরিকের স্বাধীনতা নিশ্চিত হবে। গোটা পৃথিবী শেখ হাসিনার পতন এবং নতুন গণতন্ত্রের সম্ভাবনার জন্য আন্দোলনে আহত ও শহীদদের প্রতি সংহতি জানিয়েছেন।’

তিনি বলেন, হাসিনা সরকারের একজন মুখ্য সচিব অনেক টাকা পাচার করেছেন। যে ফাইলগুলো পুড়ে গেছে সেখানে তার ফাইলগুলো ছিল। এ আগুনে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। পরাজিত স্বৈরাচারের দোসররা এখনো অনেক জায়গায় আছে। আমলাতন্ত্র, পুলিশসহ সরকারের বিভিন্ন জায়গায় তারা আছে। সবাইতো এখনো পরিবর্তন হয়নি। অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা ঘাপটি মেরে আছে। কোথায় কী ধরনের নাশকতা ও চক্রান্ত হচ্ছে তার কোনো ঠিক নেই।

হাসিনার পক্ষে ভারত ষড়যন্ত্র করছে অভিযোগ করে রিজভী বলেন, গোটা পৃথিবীর সমস্ত দেশ ও রাষ্ট্রনায়করা স্বৈরাচারের পতন ও নতুন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন প্রত্যেকের প্রতি তারা সংহতি জানিয়েছেন। কিন্তু একটি দেশ সংহতি জানাতে দ্বিধা করছে। সেই দেশটি হলো পার্শ্ববর্তী দেশ ভারত। তারা শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। তারা সংখ্যালঘু নির্যাতনের নতুন বয়ান তৈরি করছে যাতে শেখ হাসিনার অপকর্মগুলোকে ঢাকা যায়।

বিএনপির শীর্ষ এ নেতা বলেন, দ্বিতীয় মুক্তিযুদ্ধে আবু সাঈদের আত্মদানের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। পরে জীবন দিয়েছে নয়ন। সেও রংপুরের ছেলে। সেদিনের আগুন নেভানোর জন্য যুদ্ধ করে জীবন দিয়েছেন তিনি। দেশের চলমান স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের অন্যতম শহীদ নয়ন। স্বৈরাচারের দোসরদের বিভিন্ন ধরনের চক্রান্ত ঠেকাতে গিয়ে জীবন দিচ্ছেন তার মতো ছেলেরা। শুধু একটি শোক জানিয়ে দায়িত্ব শেষ করা যাবে না।

এর আগে সকালে মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নের ছড়ান আটপুনিয়া গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ার সার্ভিসে কর্মরত নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপির প্রতিনিধি’ দল। পরে তার কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়া গ্রামের সন্তান নিহত ফায়ার ফাইটারের পিতা-মাতার সাথে সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক ও সাংবাদিক আতিকুর রহমান রুমন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, বিএনপি রাজশাহী-রংপুর বিভাগ মিডিয়া সেলের প্রধান ও ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সাংবাদিক কালাম আজাদ, বিএনপি নেতা আব্দুস সালাম, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম প্রমুখ। পরে আমরা বিএনপি পরিবার এর প্রতিনিধি দল নিহত নয়নের কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের সময় নয়নের পিতা আখতারুজ্জামান কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি দুহাত তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে বিএনপি পরিবার রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়া গ্রামে পৌঁছালে হাজার হাজার মানুষ তাদেরকে শুভেচ্ছা জানান। এ সময় বিএনপির রংপুর বিভাগের বিভিন্ন জেলা, উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।