টঙ্গী স্টেশন রোডে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

- Update Time : ০৩:৪৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
- / ১১৫ Time View
গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশে অবস্থিত রনির কাটিং কাপড়ের কারখানায় আজ সোমবার সকাল প্রায় ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
তিনি আরও বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা ধরে টানা কাজ করেন এবং অবশেষে দুপুর সাড়ে ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
স্থানীয়রা জানান, হঠাৎ করে কারখানার ভেতর থেকে ঘন ধোঁয়া ও আগুন বের হতে দেখে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে কারখানার ভেতরে থাকা বিপুল পরিমাণ কাপড় ও যন্ত্রপাতি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি পাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়া রোধে কাজ করেছেন।
ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়