ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ব্রাহ্মণবাড়িয়ায় আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ১-১১’র প্রেক্ষাপট তৈরি করে আ.লীগ কর্তৃত্বশীল শাসকরূপে চিহ্নিত হয় : মাওলানা আবদুল হালিম মাদক বিষাক্ত সাপের মতো ব্যক্তি ও সমাজকে নিঃশেষ করে দেয় জুলাই আন্দোলনের অগ্নিস্ফুলিঙ্গ শুরু হয়েছিল রংপুর থেকেই: নাহিদ ইসলাম সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত স্বৈরাচার পতনে ক্রীড়ানকের ভুমিকা পালন করে আবু সাঈদের মৃত্যু পূর্বাচলে ঘোড়ার মাংসসহ আটক ১ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে গবেষণা খাতে

টঙ্গী-বিমানবন্দর এলাকায় ৭ ছিনতাইকারী গ্রেপ্তার

জাহাঙ্গীর আকন্দ
  • Update Time : ০৪:৪৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • / ১৫০ Time View

রাজধানীর টঙ্গী ও বিমানবন্দর এলাকা থেকে ৭ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। সোমবার রাত ৯টায় র‌্যাব-১ এর অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। একই দিন সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শাহ আলম (১৮), হৃদয় হোসেন (২২), রাসেদুল ইসলাম (১৮), সাকিল (২০), রাসেল (২৪), রফিক (২২) ও শেখ ফরিদ (৩৪)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা ও রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের দলনেতাসহ ওই সাতজন সক্রিয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় ধৃত ছিনতাইকারীদের কাছ থেকে সাতটি ছুরা, একটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার একশ টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব আরো জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত হতে রাজধানীতে আগত যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে এ লক্ষ্যে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে র‌্যাব-১ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

টঙ্গী-বিমানবন্দর এলাকায় ৭ ছিনতাইকারী গ্রেপ্তার

জাহাঙ্গীর আকন্দ
Update Time : ০৪:৪৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪

রাজধানীর টঙ্গী ও বিমানবন্দর এলাকা থেকে ৭ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। সোমবার রাত ৯টায় র‌্যাব-১ এর অধিনায়কের পক্ষে সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। একই দিন সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শাহ আলম (১৮), হৃদয় হোসেন (২২), রাসেদুল ইসলাম (১৮), সাকিল (২০), রাসেল (২৪), রফিক (২২) ও শেখ ফরিদ (৩৪)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা ও রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের দলনেতাসহ ওই সাতজন সক্রিয় ছিনতাইকারীকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় ধৃত ছিনতাইকারীদের কাছ থেকে সাতটি ছুরা, একটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার একশ টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব আরো জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত হতে রাজধানীতে আগত যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে এ লক্ষ্যে ছিনতাইকারী, অজ্ঞান পার্টি ও কিশোর গ্যাং চক্রের বিরুদ্ধে র‌্যাব-১ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব।