টঙ্গী ফ্লাইওভারে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
- Update Time : ০৯:৪২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / ৫১৮৯ Time View
গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) সকাল আনুমানিক ছয়টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা-গাজীপুরগামী ফ্লাইওভারের আশরাফ সেতুর সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে জামালপুর হয়ে চট্টগ্রামগামী এম আর ট্রাভেলস-এর একটি যাত্রীবাহী বাস (নম্বর: ঢাকা মেট্রো ব ১৫-৭৯৭৮) ফ্লাইওভারের ওপর পৌঁছালে সামনে থাকা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। মোটরসাইকেলটির নম্বর ঢাকা মেট্রো হ ৫৩-৪৬৩৭।
সংঘর্ষের পরপরই অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। মরদেহটি প্রাথমিকভাবে আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রাখা হলেও পরবর্তীতে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর বাস ও মোটরসাইকেল দু’টি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পর কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ বলছে, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি সড়ক দুর্ঘটনা। আইনশৃঙ্খলার কোনো অবনতি হয়নি। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তকরণের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে, হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনায় ফ্লাইওভার এলাকায় সাময়িক আতঙ্ক দেখা দিলেও দ্রুত পুলিশ ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের দাবি, ফ্লাইওভারে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা এড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






































































































































































