টঙ্গী-গাজীপুরের মানুষ আমাকে পিতৃস্নেহে আবদ্ধ করেছেন : ক্রীড়া প্রতিমন্ত্রী

- Update Time : ০৮:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
- / ১৫৫ Time View
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, টঙ্গী-গাজীপুরের মানুষ আমাকে ভালোবেসে পিতৃস্নেহে আবদ্ধ করে রেখেছেন। আপনাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না।
সোমবার (৮ জানুয়ারি) বিকেলে টঙ্গীর নতুন বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি এ কথা বলেন।
জাহিদ বলেন, আমার বাবা আহসান উল্লাহ মাস্টারকে দুস্কৃতিকারীরা প্রকাশ্য দিবালোকে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে, যা আমার জীবনে সবচেয়ে কষ্টদায়ক ঘটনা । কিন্তু এলাকার আপামর জনগণ আমাকে পাঁচ বার বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত করেছেন।
তিনি বলেন, বিগত বছরগুলোতে আমি টঙ্গী ও গাজীপুরে বিভিন্ন স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, মন্দির-শ্বশ্মন, স্টেডিয়ামসহ কোটি কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছি। আগামী দিনেও এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক প্রমুখ।
পরে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাহিদ আহসান রাসেল এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।