টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে নবীন বরণ সাংস্কৃতিক অনুষ্ঠান

- Update Time : ০৬:২২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
- / ২৯৯ Time View
টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে নবীন বরন, ওরিয়েন্টেশন ক্লাস ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল রোববার শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমিক অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক শ্রী রতন কুমার ঘোষের পরিচালনায় নবীন বরন, ওরিয়েন্টেশন ক্লাস ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান, টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডঃ মোঃ আজমত উল্লা খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ওসমান আলী, সাবেক উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব কাজী মোহাম্মদ সেলিম, বক্তব্য রাখেন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ দিবা শাখার সহকারী প্রধান মোঃ মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান মোঃ আব্বাস আলী, কলেজে ইনচার্জ প্রভাষক মোঃ মনজুরুল হক, প্রভাষক মোঃ শাহীন, প্রভাষক জাহিদুল ইসলাম, নাসরিন মোন্তাজ, খাদিজা আক্তার তামান্না, জান্নাতুল ফেরদৌস, আজিজুল রহমান, আব্দুল হান্নান, জসিম উদ্দিন, আফসারুন্নাহার, মোরশেদুল আলম, শিক্ষক প্রতিনিধি মোঃ আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ সুরুজ্জামান সরকার, আবু বকর, চৌধুরী আশরাফ হোসেন, নাসরিন আক্তার খানম, সেলিনা সুলতানা, তাসরিন চৌধুরী, সাবিহা সুলতানা, মোঃ জাকির হোসেন, মোঃ নাছির উদ্দিন, আশরাফ আলী, গোলজার হোসেন, আবু বকর, চৌধুরী আশরাফ হোসেন, নাসরিন আক্তার খানম, অব্দুল কাদির খান, আওয়ামী লীগ নেতা মুকুল সরকার, শাহজাহান তপন, দেলোয়ার হোসেন, মামুন খান, হাজী জয়নাল আবেদীন, সফিকুল ইসলাম রিপন প্রমুখ।
আলোচনা সভা শেষে ২০২৩ সালের সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে ভর্তি হওয়া ১৭৯ জন ছাত্র/ছাত্রীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়া ওরিয়েন্টেশন ক্লাস ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।