হাজী মাজার বস্তিতে র্যাবের অভিযান
টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী সৈকতসহ ছয় সহযোগী গ্রেফতার

- Update Time : ০১:৩৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / ২২ Time View
গাজীপুরের টঙ্গীতে হাজী মাজার বস্তিতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকতসহ (৩২) ছয় সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব।
এসময় তাদের কাছ থেকে অস্ত্র এবং হিরোইন উদ্ধার করা হয়। সে গাজীপুর মহানগর তাঁতী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক।
বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে টঙ্গীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো শাহরিয়ার হোসেন সৈকত (৩২), শাহানুর আহমেদ অমিত (১৮), হিরা (৩২), বায়জিদ (২৭), জাহিদ (১৯) এবং নূর ইসলাম (২৭)। এসময় তাদের কাছ থেকে একটি রিভলবার, শর্টগানের ৪ রাউন্ড বুলেট, হিরোইন, মুঠোফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
তাদের মধ্যে শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুর এলাকায় ছাত্রদের উপর হামলার নেতৃত্ব দিয়েছেন বলে র্যাব জানায়। আসামী সৈকত সেলসম্যান হিসেবে কাজ করে।
র্যাব-১ এর কোম্পানী কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম জানায়, শীর্ষ সন্ত্রাসী শাহরিয়ার হোসেন সৈকত বিভিন্ন সময় মাদক সম্রাট রবিউল ইসলাম বাবুর সহযোগী হিসেবে অস্ত্রসহ টঙ্গী এলাকায় শোডাউনসহ মাজার বস্তির বিভিন্ন স্পটে মাদক ব্যবসা করে। এর আগেও যৌথ বাহিনীর অভিযানের সময় সে পালিয়ে যায়।
বুধবার (৯ এপ্রিল) ভোরে র্যাব অভিযান চালিয়ে টঙ্গী পশ্চিম থানাধীন সেনকল্যাণ এলাকা থেকে শাহরিয়ার হোসেন সৈকতকে গ্রেফতার করে। পরে অস্ত্র ব্যবহারের বিষয়ে জিজ্ঞাসা করলে সে অস্বীকার করে। এক পর্যায়ে তার এন্ড্রয়েড মোবাইল ফরেনসিক করে মাজার বস্তিতে মাদক বিক্রিসহ, নারীদের ব্যবহার করে হানিট্রাপিং এবং মাদক বিক্রির বিপুল পরিমাণ টাকার ভিডিওসহ ছবির সন্ধান পায়।
ওই ছবি এবং ভিডিওর সূত্র ধরে বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে মাজার বস্তির বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে তল্লাশি করে একটি রিভলবার উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানতে পারেন উদ্ধারকৃত রিভলবার ভারতে স্থানীয়ভাবে তৈরি করা।
উদ্ধারকৃত অস্ত্রটি মাদক সম্রাট রবিউল ইসলাম কিং বাবুর মাদক স্পট থেকে পাওয়া যায়। পাশের কয়েকটি মাদক স্পট থেকে বিচ্ছিন্নভাবে কিছু শর্ট গান এমুনিশন পাওয়া যায়। উদ্ধারকৃত রিভলবারসহ আসামিদেরকে পুলিশের কাছে সোপর্দ এবং মামলার প্রক্রিয়া চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়