ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

টঙ্গীর মিলগেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে ৬ ইউনিট

মোঃ হানিফ হোসেন
  • Update Time : ০২:০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ১০২ Time View

গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় তুলার গোডাউন ও একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানপাট ও শিল্প কারখানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে তুলার গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন দ্রুত দাউ দাউ করে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে নিরাপদ স্থানে সরে যান। ঘটনার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসসহ আশপাশের বিভিন্ন স্টেশন থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে।

তিন ঘণ্টা চেষ্টার পরও দুপুর ১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপাত্র শাহিন আলম জানান, তুলা ও দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুনের তীব্রতা অত্যন্ত বেশি হওয়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। আমাদের সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও জানান, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ নির্ধারণ করা হবে।

স্থানীয়রা জানান, আগুনের শিখা এতটাই ভয়াবহ ছিল যে আশপাশের ভবনগুলোও ঝুঁকির মুখে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে থেকে নিরাপত্তা ও উদ্ধার কাজ পরিচালনা করছেন।

Please Share This Post in Your Social Media

টঙ্গীর মিলগেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে ৬ ইউনিট

মোঃ হানিফ হোসেন
Update Time : ০২:০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় তুলার গোডাউন ও একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১০টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানপাট ও শিল্প কারখানায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে তুলার গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন দ্রুত দাউ দাউ করে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে নিরাপদ স্থানে সরে যান। ঘটনার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসসহ আশপাশের বিভিন্ন স্টেশন থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে।

তিন ঘণ্টা চেষ্টার পরও দুপুর ১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপাত্র শাহিন আলম জানান, তুলা ও দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুনের তীব্রতা অত্যন্ত বেশি হওয়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। আমাদের সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও জানান, আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ নির্ধারণ করা হবে।

স্থানীয়রা জানান, আগুনের শিখা এতটাই ভয়াবহ ছিল যে আশপাশের ভবনগুলোও ঝুঁকির মুখে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে থেকে নিরাপত্তা ও উদ্ধার কাজ পরিচালনা করছেন।