টঙ্গীর তামীরুল মিল্লাতে সংস্কারহীন মাঠে ধানের চারা রোপণ করে ক্ষোভ প্রকাশ শিক্ষার্থীদের

- Update Time : ০৩:৩৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৪২৪০ Time View
গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার খেলার মাঠ সংস্কারের নামে শিক্ষার্থীদের কাছ থেকে গত এক দশকে প্রায় ১৮ লাখ টাকা সংগ্রহ করা হলেও মাঠে কোনো উন্নয়ন হয়নি। সামান্য বৃষ্টিতেই মাঠটি জলাবদ্ধ হয়ে পুকুরের মতো রূপ নেয়। এ অবস্থার প্রতিবাদে শিক্ষার্থীরা মাঠে ধানের চারা রোপণ করে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে। প্রায় ১৪ হাজার শিক্ষার্থীর এই বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠের এমন বেহাল দশা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শুধু মাঠই নয়, প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত খেলাধুলার সরঞ্জামও নেই। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ইতিপূর্বে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও তামীরুল মিল্লাত প্রশাসন কিছুই যেন তোয়াক্কা করছেন না। শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, মাঠ সংস্কারের নামে তাদের কাছ থেকে কয়েক দফায় ২০০ টাকা করে নেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। দশম শ্রেণির শিক্ষার্থী সাকিব বলেন, অল্প বৃষ্টিতেই মাঠে পানি জমে যায়, যা খেলার অনুপযোগী। অন্যদিকে আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তামিমের আক্ষেপ— “মাঠটি এখন ছোট বিলের মতো লাগে।” কখনো পানি কখনো কাদা—বারবার প্রতিষ্ঠানে সংস্কারের আবেদন করলেও কিছুতেই সংস্কার করা হচ্ছে না।অনুসন্ধানে জানা গেছে, গত ১০ বছরে মাঠ সংস্কারের নামে প্রায় ১৮ লাখ টাকা তোলা হয়েছে। এত টাকা শিক্ষার্থীদের থেকে নেওয়ার পরও মাঠের করুণ অবস্থা শিক্ষার্থী-অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে বিস্মিত করেছে। অভিভাবক সায়েমের বাবা বলেন, “দেশের অন্যতম সেরা একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রমের এমন করুণ অবস্থা খুবই দুঃখজনক। আমরা দ্রুত মাঠের সংস্কার চাই।” একজন প্রাক্তন শিক্ষার্থী নকিব জানান, “ভর্তির সময় মাঠ সংস্কারের নামে প্রতি শিক্ষার্থী থেকে ১০০–২০০ টাকা নেওয়া হয়েছিল। কিন্তু এখনো কোনো পদক্ষেপ চোখে পড়েনি। মাদ্রাসার ক্রীড়া শিক্ষক আবুল কাশেম জানান, শিগগিরই মাঠ ও ক্রীড়া সরঞ্জাম সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, মাদ্রাসার ক্রীড়া বিভাগের সরঞ্জাম খুবই কম। সামান্য কিছু সরঞ্জাম রয়েছে, সেগুলো সঠিক মেরামত না হওয়ার কারণে অকেজো হয়ে পড়ছে। তবে খোঁজ নিয়ে দেখা গেছে, যে সামান্য সরঞ্জাম আছে সেগুলোর অধিকাংশই নষ্ট বা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সাইদুল ইসলাম জানান, মাদ্রাসার বিভিন্ন বিভাগেই সমস্যা রয়েছে, আমরা কয়টা সমস্যার কথা কর্তৃপক্ষকে জানাবো? বারবার কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও তারা শুধু আশ্বাস দেন। কর্তৃপক্ষ আন্তরিক না হলে শিক্ষার্থীদের এই সমস্যাগুলো কখনো সমাধান হবে না। আমরা আশাবাদী, মাঠে ধানের চারা রোপণের মধ্য দিয়ে যে প্রতিবাদ জানানো হয়েছে, এর মাধ্যমে মাদ্রাসা প্রশাসন মাঠ সংস্কার করবেন। না হলে আমরা শিক্ষার্থীদের নিয়ে বিকল্প পথ বেছে নেব।
মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান প্রতিশ্রুতি দিয়ে বলেন, মাঠ ও ক্রীড়া সরঞ্জাম অবিলম্বে সংস্কার করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়