টঙ্গীর কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক

- Update Time : ০৫:৪৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১২০৬ Time View
গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় ভয়াবহ কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জায়েদ কামাল। শুক্রবার দুপুরে তিনি ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।
এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা বিভাগের উপপরিচালক মুহাম্মদ সালেহ আহমেদ এবং বৃহত্তর ঢাকার সহকারী পরিচালক কাজী নজম্মুজ্জামান। পরিদর্শন শেষে মহাপরিচালক সরাসরি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। তবে তিনি সংক্ষেপে জানান, অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হবে।
ফেমাস কেমিক্যাল কারখানাসহ পার্শ্ববর্তী স্থাপনাগুলোও তিনি ঘুরে দেখেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং তদন্ত কমিটি গঠন করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেট সংলগ্ন একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে ফায়ার সার্ভিসের সদস্যস পাঁচ সদস্য সহ অগ্নিতগ্ধ হয়ে চার জন। এরমধ্যে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়