ঢাকা ০৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
নভেম্বরে গণভোট চায় জামায়াত লুটপাট করে সার কারখানা ধ্বংস করে দিয়েছে আ.লীগ সরকার – মঈন খাঁন রাস্তায় ফেলে শিক্ষক পেটানো কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র নয়: হাসনাত আব্দুল্লাহ সৌদি আরব ও কাতারের মধ্যস্থতায় আফগান-পাকিস্তান সংঘর্ষ স্থগিত: কাবুল প্রেমিকাকে আবাসিক হোটেলে নিয়ে ‘ধর্ষণ’, রক্তক্ষরণে মৃত্যু ডিবি পরিচয়ে বাসর ঘরে ডাকাতি, স্বর্ণালংকার লুট ২৪ ঘণ্টার মধ্যে ১৫ সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে: চিফ প্রসিকিউটর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ পাকিস্তান সেনা-তালেবানের মধ্যে গোলাগুলি, সীমান্তে উত্তেজনা তিন সপ্তাহ পর নতুন সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়

টঙ্গীতে ‘General Students Forum’-এর উদ্যোগে মহাসড়ক সংস্কার, শিক্ষার্থীদের প্রশংসনীয় ভূমিকা

রাজনীতি ডেস্ক
  • Update Time : ০২:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ৪৭ Time View

গাজীপুরে টঙ্গীতে সমাজসেবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে টংগী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন General Students Forum, সংগঠনটি আজ (সোমবার) টংগী সরকারি কলেজের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে তৈরি হওয়া ছোট-বড় গর্ত মেরামতের উদ্যোগ নেয়, যা শিক্ষার্থী, পথচারীও যানবাহন চালকদের মধ্যে প্রশংসার জন্ম দিয়েছে।

দীর্ঘদিন ধরে ওই সড়কের কিছু অংশটিতে গর্তের কারণে দুর্ঘটনার ঝুঁকি ছিল চরমে। শিক্ষার্থীদের নিয়মিত চলাচলের পথ হওয়ায় সমস্যা চোখে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন উদ্যোগ না থাকায় General Students Forum-এর সদস্যরা নিজেরাই মেরামতের দায়িত্ব নেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা কামরুজ্জামান মারুফ বলেন, আমরা সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই কাজ হাতে নিয়েছি। প্রতিদিন এই রাস্তার গর্তে দুর্ঘটনা ঘটছে এটা দেখেও চুপ থাকা যায় না। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো নিরাপদ সড়ক গড়ার পথে একটি ছোট পদক্ষেপ। এ কার্যক্রমে সহযোগিতা করেন টংগী ট্রাফিক বিভাগ। উপস্থিত ছিলেন টংগী ট্রাফিক ইনচার্জ মো. শফিক, General Students Forum-এর বিভিন্ন পর্যায়ের সদস্য এবং স্থানীয় শিক্ষার্থীরা। সংস্কার কাজে ব্যবহার করা হয় ইটের খোয়া, বালু ও সিমেন্টের মিশ্রণ। কয়েক ঘণ্টার চেষ্টায় ঝুঁকিপূর্ণ অংশগুলো চলাচল উপযোগী করা হয়।

ট্রাফিক ইনচার্জ মো. শফিক শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, যুবসমাজ যদি এভাবে সামাজিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসে, তাহলে শহর ও সড়ক উভয়ই নিরাপদ হবে। এসময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ান। কেউ শ্রম দিয়ে, কেউ উপকরণ দিয়ে সহায়তা করেন। উল্লেখ্য, General Students Forum প্রতিষ্ঠার পর থেকেই টংগী অঞ্চলে বিভিন্ন সেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে যার মধ্যে রয়েছে রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, শিক্ষার্থী সহায়তা কার্যক্রম ইত্যাদি।

সংগঠনের মূলমন্ত্র সেবা নয়, দায়িত্ব। শিক্ষার্থীদের এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে এবং অনেকেই মনে করছেন, এটি তরুণ প্রজন্মের সমাজের প্রতি ইতিবাচক দায়িত্ববোধের উজ্জ্বল উদাহরণ।

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে ‘General Students Forum’-এর উদ্যোগে মহাসড়ক সংস্কার, শিক্ষার্থীদের প্রশংসনীয় ভূমিকা

রাজনীতি ডেস্ক
Update Time : ০২:৪১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

গাজীপুরে টঙ্গীতে সমাজসেবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে টংগী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন General Students Forum, সংগঠনটি আজ (সোমবার) টংগী সরকারি কলেজের সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে তৈরি হওয়া ছোট-বড় গর্ত মেরামতের উদ্যোগ নেয়, যা শিক্ষার্থী, পথচারীও যানবাহন চালকদের মধ্যে প্রশংসার জন্ম দিয়েছে।

দীর্ঘদিন ধরে ওই সড়কের কিছু অংশটিতে গর্তের কারণে দুর্ঘটনার ঝুঁকি ছিল চরমে। শিক্ষার্থীদের নিয়মিত চলাচলের পথ হওয়ায় সমস্যা চোখে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন উদ্যোগ না থাকায় General Students Forum-এর সদস্যরা নিজেরাই মেরামতের দায়িত্ব নেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা কামরুজ্জামান মারুফ বলেন, আমরা সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই কাজ হাতে নিয়েছি। প্রতিদিন এই রাস্তার গর্তে দুর্ঘটনা ঘটছে এটা দেখেও চুপ থাকা যায় না। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো নিরাপদ সড়ক গড়ার পথে একটি ছোট পদক্ষেপ। এ কার্যক্রমে সহযোগিতা করেন টংগী ট্রাফিক বিভাগ। উপস্থিত ছিলেন টংগী ট্রাফিক ইনচার্জ মো. শফিক, General Students Forum-এর বিভিন্ন পর্যায়ের সদস্য এবং স্থানীয় শিক্ষার্থীরা। সংস্কার কাজে ব্যবহার করা হয় ইটের খোয়া, বালু ও সিমেন্টের মিশ্রণ। কয়েক ঘণ্টার চেষ্টায় ঝুঁকিপূর্ণ অংশগুলো চলাচল উপযোগী করা হয়।

ট্রাফিক ইনচার্জ মো. শফিক শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, যুবসমাজ যদি এভাবে সামাজিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসে, তাহলে শহর ও সড়ক উভয়ই নিরাপদ হবে। এসময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ান। কেউ শ্রম দিয়ে, কেউ উপকরণ দিয়ে সহায়তা করেন। উল্লেখ্য, General Students Forum প্রতিষ্ঠার পর থেকেই টংগী অঞ্চলে বিভিন্ন সেবামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে যার মধ্যে রয়েছে রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, শিক্ষার্থী সহায়তা কার্যক্রম ইত্যাদি।

সংগঠনের মূলমন্ত্র সেবা নয়, দায়িত্ব। শিক্ষার্থীদের এই উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে এবং অনেকেই মনে করছেন, এটি তরুণ প্রজন্মের সমাজের প্রতি ইতিবাচক দায়িত্ববোধের উজ্জ্বল উদাহরণ।